সিকিমের পথে আলাদা বৈচিত্রের পরিচয়
1 min readদেবাঞ্জলী চক্রবর্তী, কলকাতা, বর্তমানের কথা:- গ্যারেন্টি সহ একটি নতুন জায়গার পরিচয় করাবো।কেউ যদি এখনে গিয়ে থাকেন জানবেন।
যারা সিকিমের পেলিং রাবাংলা ইত্যাদি জায়গায় গেছেন ,তাদের সবাইকেই জোরথাঙ ব্রিজের উপর দিয়ে যেতে হয় ।কিন্তু প্রায় অনেকেরই অজানা সিকিমের এই জায়গাটি থেকে মাত্র আট কিলোমিটার দূরে একটা স্বর্গের মত সুন্দর একটি জায়গা আছে । যেখানে আছে দুটি ভিন্ন রঙের নদী রংগিত আর রথক এর মিলন স্থল ।যেখানে আপনারা চোখে পড়বে একটি ঝুলন্ত ব্রীজ । ছোট্ট পাহাড়ি গ্রাম ।

যাবেন কিভাবে: নিউ জলপাইগুড়ি থেকে জোরথাঙ ব্রীজ পার করে নয়া বাজার লেক সি রোড ধরে 5 কি.মি যাওয়ার পর ডানদিকে একটা রাস্তা নেমে যাবে- প্রথমেই পড়বে maruti suzuki sevice Center আর তার থেকে আরও কিছুটা এগিয়ে গেলে hanging bridge। সেখানেই আশেপাশে আছে রিসর্টগুলি।