April 19, 2024

সরকার গড়তে রাজ্যপালের কাছে কংগ্রেস

1 min read
প্রীতম সাঁতরা : মেঘালয় বিধানসভায় কোন দল সরকার গড়বে, সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের মনে। কারণ, মেঘালয়ে নির্বাচন হওয়া ৫৯ টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে ২১ টি আসন, বিজেপির ভাঁড়ারে ২ টি ও এনপিপির রয়েছে ১৯ টি আসন। অন্যান্যদের ১৭ টি আসন। অর্থাৎ একক ভাবে ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি কোনো দলই। তাই মেঘালয়ে দল গঠনে তৎপরতা দেখা দিয়েছে কংগ্রেস অলিন্দে। রাজ্যে সরকার গড়ার আবেদন নিয়ে উপস্থিত হয়েছে রাজ্যপালের কাছে। তবে কারোর সাথে জোট হিসাবে নয়, একক গরিষ্ঠতা নিয়েই সরকারে আসতে চাইছে তারা। উল্টো দিকে বিজেপি-এনপিপি-এইচএসপিডিপি-ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি জোট বাঁধলে কংগ্রেসের কপালে যে শনি নাচছে তা বলাই বাহুল্য। তাই আগাম সতর্কতা হিসাবে তড়িঘড়ি রাজ্যপালের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস প্রতিনিধিরা। সূত্রের খবর, মেঘালয়ের অন্যান্য ছোট দলগুলির সমর্থন পেতে ময়দানে ইতিমধ্যে নেমে পড়েছে কংগ্রেস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *