February 15, 2023

গোপন সূত্রে খবরের ভিত্তিতে প্রচুর পরিমান অবৈধ গাঁজা উদ্ধার করল উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার পুলিশ।

1 min read

অনুপ জয়সওাল :  (বর্তমানের কথা) – সূত্রে খবরের ভিত্তিতে  প্রচুর পরিমান অবৈধ গাঁজা উদ্ধার করল  উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার পুলিশ। মঙ্গলবার রাতে  রসাখোয়া শিলিগুড়িমোড় বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে এই গাঁজা উদ্ধার হয়। করনদীঘি থানার পুলিশ একটি ছোট গাড়ীর ডিকি থেকে ৬ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক  ওজন সাড়ে ৪৪ কিলো। এই গাঁজা পাচারের সঙ্গে জড়িত তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম জগা সরকার,সনৎ রায় ও অজয় জানা।ধৃত পাচারকারীদের বাড়ী যথাক্রমে নদীয়া জেলার হরিনঘাটা ও কোলকাতা ধাবাতে।  পুলিশের অনুমান,জলপাইগুড়ি থেকে কোলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজার প্যাকেটগুলিকে।ছোট গাড়ির পিছনের ডিকিতে রাখা ছিল গাঁজার প্যাকেট। রসাখোয়াতে নাকা চেকিং করবার সময় গোপন সূত্রে বিষয়টি জানতে পারে করনদীঘি থানার পুলিশ।গাঁজা উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় চালক সহ পাচারকারীদের।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই গাচা পাচারের সাথে আরো কারা জড়িতো র‍্যেছে। আজ তাঁদের আদালতে তোলা হবে।তার সাথে আদালতের পাছে আবেদন করা হবে তাঁদের পুলিশি হেপাজতে দেওয়ার জন্য বলে জানান করনদিঘি থানার আই সি পরিমল সাহা । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *