April 19, 2024

এ এক আন্যরকম ভ্যালেন্টাইন সপ্তাহ

1 min read
তন্ময় দাস (বর্তমানের কথা) রায়গঞ্জ : এ এক আন্যরকম ভ্যালেন্টাইন সপ্তাহ।উত্তর  দিনাজপুর জেলার বিশিষ্ট পশু প্রেমী সংস্থা দি উত্তর দিনাজপুর পিপলস্ ফর অ্যানিম্যাল এর উদ্দ্যোগে পথ পশুদের সঙ্গে নিয়ে এক বনভোজনের আয়োজন করা হয় রবিবার। এদিন দিনভর রান্নাকরে রাতেরবেলা  উত্তর  দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বন্দর শশ্বান ঘাট,পৌর বাসস্ট্যান্ড,রেল স্টেশন,কলেজ পাড়া,উকিল পাড়া এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় ৫০০ পথ পশুদের মুখে খাবার তুলে দেয় সংস্থার সদস্যরা। সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া জানান,”আমারা সকলে  তো সবাই বনভোজন করি কিন্তু ওরা তো তা পারে না তাই এই আয়োজন।” গৌতম বাবু আরো জানান,”আমারা যদি সকলেই একটু সচেতন ভাবে আমাদের প্রতিদিনের বেঁচে যাওয়া উদ্বৃত্ত খাবার গুলি ডাস্টবিনে না ফেলে যদি পরিষ্কার জায়গায় ফেলি তবে তারা খেয়ে বেঁচে থাকতে পারবে।সংস্থার এই অভিনব উদ্দোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের অন্যান্য পশুপ্রেমী মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *