February 10, 2023

ভুল ট্রেন ঘোষণার জের, সোদপুরে যাত্রী বিক্ষোভ, ভাঙচুর

1 min read
প্রীতম সাঁতরা : ভুল ট্রেন ঘোষণার জেরে যাত্রী বিক্ষোভে উত্তাল হল সোদপুর স্টেশন উত্তেজিত জনতা ভাঙচুর চালায় স্টেশন চত্বরে স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ঘোষণা করা হয় নম্বর প্ল্যাটফর্মে আসছে গেদে লকাল সেই মত ট্রেন ধরার জন্য প্রস্তুত হন যাত্রীরা 
 কিন্তু স্টেশনে ট্রেন এলেও তা থামেনি কারণ, পরবর্তীকালে জানা যায়, সেটি ছিল গেদে গ্যালোপিং লোকাল কিন্তু স্টেশনে উপস্থিতদের কাছে স্বভাবতই তা ছিল অজানা কেউ কেউ ট্রেন ধরার জন্য এগিয়েও গিয়েছিলেন বলে জানা গিয়েছে কিন্তু ট্রেনের গতি বেশী থাকায় কেউই উঠতে পারেননি সৌভাগ্যবশত স্টেশনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি স্টেশন কর্তৃপক্ষের
ভুলের ফলেই যে এই হেনস্থা, তা বুঝতে বেশী সময় নেননি উপস্থিত জনতা বিক্ষোভে ফেটে পড়েন কর্তৃপক্ষের
বিরুদ্ধে ভাঙচুর চালানো হয় রেল কর্মীদের কেবিন টিকিট কাউন্টারে করা হয় রেল অবরোধ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে
উপস্থিত হয় আরপিএফ তবে সমগ্র ঘটনার ফলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *