ইসলামপুরের গ্রহনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানের কাজে নিম্নমানের অভিযোগ স্থানিয় বাসীন্দাদের
1 min read
রোনাক কুমার যাদব, (ইসলামপুর)ঃ সোমবার ইসলামপুরের গ্রহনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানের কাজে নিম্নমানের অভিযোগ স্থানিয় বাসীন্দাদের।শুধুমাত্র ভিট তৈরী হয়েছে।তাও আবার একদিকের দেওয়াল ভেঙে গেছে।এই নিয়ে এলাকার বাসীন্দারা ক্ষুব্দ।ব্লক সূত্রে জানা গেছে যে,গ্রহনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিং এর জন্য ৮ লক্ষ ১৯ হাজার ৯০৩ টাকা বরাদ্ধ করা হয়েছে।প্রশাসন সঠিক ভাবে তদন্ত না করা পর্যন্ত পুনরায় নির্মান কাজ করতে দেবে না,বলে হুসিয়ারী দিয়েছেন স্থানীয়রা।স্থানীয় বাসীন্দাদের অভিযোগ যে,খুবই নিম্ন মানের কাজ হয়েছে।বালির মধ্যে সিমেন্টের পরিমান ঠিকমতো হয়নি।কম দামের বালি সিমেন্ট দেওয়া হয়েছে।আমরা স্কুলের প্রধান শিক্ষককে বার বার বলেছি। তিনি কোনো ব্যাবস্থা করেননি।তাই প্রশাসন সঠিক তদন্ত না করা পর্যন্ত আমরা নির্মান কাজ করতে দেব না।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হামিদ আলম বলেন,ইঞ্জিনিয়ারকে বার বার বলা সত্বেও তিনি নিম্নমানের কাজ করেছেন।বিষয়টি আমরা বিডিওর কাছে লিখিত অভিযোগ জানাবো।