মমতার ছবি ছেঁড়াকে ঘিরে চাঞ্চল্য ইসলামপুর কলেজে
1 min readমমতার ছবি ছেঁড়াকে ঘিরে চাঞ্চল্য ইসলামপুর কলেজে |
নিজস্ব সংবাদদাতা ইসলামপুর:ইসলামপুর কলেজের ইউনিয়ন রুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেঁড়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।দীর্ঘদিন ধরে ইউনিয়ন রুমটি বন্ধ থাকলেও শনিবার তা খোলার পর দেখা যায় মমতার ছবিটি ছেঁড়া।ওই রুমের চাবি সবসময় টিচার্স ইনচার্জ এর কাছে থাকায় এই বিষয়ে প্রতিবাদে সরব হলো কলেজ ছাত্র ইউনিয়ন এর সদস্যরা।এদিন এই ঘটনার জন্য টিচার্স ইনচার্জ কাজল রঞ্জন বিশ্বাসকে দায়ী করে দীর্ঘক্ষণ তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় উত্তেজিত ছাত্ররা।ছাত্র ইউনিয়নের প্রতিনিধি মহম্মদ বাবলু জানান,তাদের ইউনিয়ন রুমটি অনেক দিন ধরে বন্ধ ছিল।এদিন সেটি পরিষ্কার করতে গেলে তারা দেখতে পায় রুমটিতে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটি ছেঁড়া।এরপরই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে ওঠেন তারা।আগামী পাঁচদিনের মধ্যে এই ঘটনার প্রকৃত বিষয় যদি টিচার্স ইনচার্জ বের না করতে পারেন তবে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।ছবিটি আদৌ ছেঁড়া হয়েছে নাকি ফেটে গিয়েছে সেটি পরিষ্কার নয়।বিষয়টি তদন্ত করে দেখা হবে।