আইএসের হাতে মৃত্যু ৩৯ ভারতীয়র, জানালেন বিদেশমন্ত্রী
1 min readপ্রীতম সাঁতরা : ইরানের ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের হাতে মৃত্যু হয়েছে ৩৯ ভারতীয়র। মঙ্গলবার রাজ্যসভায় এই তথ্যই প্রদান করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। মৃতদের মধ্যে অধিকাংশই পাঞ্জাবের বাসিন্দা হলে জানা গিয়েছে। রয়েছেন এ রাজ্যের বাসিন্দাও। যথা শীঘ্রই তাদের মর দেহ দেশে নিয়ে আসা হবে জানিয়েছেন বিদেশমন্ত্রী।সূত্রের খবর, ২০১৪-জুন মাসে আইএসের এই হত্যালীলার কথা আঁচ করা গেলেও, পাকাপোক্ত কোনো প্রমাণ না থাকায় সঠিকভাবে কিছু বলা সম্ভব হয়নি। এরপর আইএসের কবল থেকে মসুল উদ্ধার হওয়ার পর, খোঁজ মেলে গণ কবরের। এরপর শুরু হয় নিখোঁজ ৩৯ ভারতীয়র ডিএনএ নমুনা সংগ্রহের কাজ। এরপর এদিন রাজ্যসভায় তাদের মৃত্যুর কথা জানান সুষমা স্বরাজ। জানা গিয়েছে তাঁরা প্রত্যকেই ইরানে গিয়েছিলেন কাজের সন্ধা