বিনা নোটিশে পশ্চিমবঙ্গ থেকে সবজি নেওয়া বন্ধ করে দিয়েছেন সিকিমের ব্যবসায়ীরা।
চলতি মাসের ১ তারিখ থেকে পশ্চিমবঙ্গ থেকে সিকিমে সবজি পাঠানো বন্ধ হয়ে গিয়েছে। যার জেরে বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার কয়েকশো কৃষক। কৃষকদের পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের পাইকারি বিক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, শোনা যাচ্ছে সম্প্রতি সিকিমের স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী, রাসায়নিক সারে উত্পাদিত ফসল সিকিমের বাজারে বিক্রি করা যাবে না। গত মাসের ১০ তারিখ এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকার পরই শিলিগুড়ি থেকে সবজি নেওয়া বন্ধ করে দিয়েছেন সিকিমের ব্যবসায়ীরা।