December 10, 2024

ছয় ঘন্টার বাংলা বন্ধে উত্তরদিনাজপুর জেলায় জনজীবন স্বাভাবিক

1 min read
তপন চক্রবর্তী--উত্তরদিনাজপুর–বামফ্রন্টের ছয় ঘন্টা বাংলা বন্ধের কোন প্রভাবই  পড়লো না উত্তরদিনাজপুর জেলায়।শুক্রবার সকালটা যেন আর সব দিনের মতই যেমন বাজার ঘাট,দোকান পাঠ খোলা থাকে সেই একই চিত্র দেখা গেল উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জ,ডালখোলা,ইসলামপুর,হেমতাবাদ ও,কালিয়াগঞ্জ্ শহরের সর্বত্র।সকাল হতেই প্রতিদিনের মত জেলার সব জায়গাতেই বাজার ঘাট যেমন বসে,তেমনি বাস ট্রেন সবই সময়মত যাতায়াত করে।বাজারঘাট বন্ধ করবার জন্য বাম ফ্রন্টের পক্ষ থেকে কোন পিকেটার্স।ফলে বামফ্রন্ট এর ডাকা বন্ধে ছিলনা বন্ধের কোন রকম গন্ধ।স্কুল, কলেজ,অফিস কাচারী সবই ছিল সচল।কালিয়াগঞ্জ শহরে বাম ফ্রন্টের পক্ষ থেকে বন্ধের সমর্থনে ছিলনা কোন রকম মিছিল।অপরদিকে শাসক দলের পক্ষ থেকেও বন্ধ নিজ থেকেই ফ্লপ করে যাওয়ায় তাদেরকে আর মাঠে নামতে হয়নি।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল বলেন পশ্চিম বঙ্গের মাটিতে বন্ধের কোন স্থান নেই।মানুষ বাম ফ্রন্টের ফাঁদে আর কোন দিন পা দেবেনা ন্যাড়া এক বার ই বেল তলায় যায়।

6 thoughts on “ছয় ঘন্টার বাংলা বন্ধে উত্তরদিনাজপুর জেলায় জনজীবন স্বাভাবিক

  1. Like viagra made from nasp priligy usa There were two subjects who had a standing SBP of 30mmHg following VIAGRA 50 mg and one subject with a decrease from baseline in standing systolic BP 30 mmHg following both VIAGRA 50 mg and placebo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *