বাজনা বাজিয়ে ফুলের গাড়িতে সাজিয়ে নবজাতক কন্যা সন্তান ও তার মাকে ঘরে নিয়ে গেলেন বাবা
বাজনা বাজিয়ে গাড়ি সাজিয়ে নবজাতক কন্যা সন্তানকে ঘরে নিয়ে এলেন এক বাবা। এখানেই সমাপ্ত নয় করানো হলো মিষ্টিমুখ । সোমবার আবার ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে মেয়ে এবং সন্তানের মাকে রীতিমতো ফুলের গাড়িতে সাজিয়ে আনন্দ করতে করতে নিয়ে যাওয়া হয় সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে।
পেশায় হোমিওপ্যাথি ডাক্তার অরিজিৎ সরকার। প্রথমবার সন্তান ছেলে থাকলেও দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ার কারণে আনন্দে আত্মহারা। অভিনব আয়োজনে মেয়েকে বাড়ি নিয়ে আসেন তিনি।