December 10, 2024

 রায়গঞ্জের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফ্রিতে মিলবে এক্স-রে পরিষেবা ,ছুটতে হবে না বেসরকারি সেন্টারগুলিতে

1 min read

 রায়গঞ্জের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফ্রিতে মিলবে এক্স-রে পরিষেবা,ছুটতে হবে না বেসরকারি সেন্টারগুলিতে

 

চিকিৎসকের নির্দেশ মতো গরিব রোগীদের এক্স-রে করাতে আর বেসরকারি সেন্টারগুলিতে ছুটতে হবে না। মোটা অঙ্কের খরচের হাত থেকে রক্ষা পাবেন রোগীরা। শহর ও শহরতলির মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার, সুস্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে। সোম থেকে শনি এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।এবারে রায়গঞ্জ (Raiganj) পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের মাদার টেরিজা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবারে বসানো হল এক্স-রে ইউনিট (X-ray unit)। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের মধ্যে প্রথম কোনও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে ইউনিট চালু করতে চলেছে  কর্ত‌ৃপক্ষ।রায়গঞ্জ পুরসভার এই স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসক বসেন এবং রোগীদের পরিষেবা দেওয়া হয়। রায়গঞ্জ পুরসভার চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস বলেন, ‘মাদার টেরিজা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দিকে সরকার স্পেশাল নজর দিচ্ছে। ওই স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত ঘর আছে, সেকারণে ওখানে এক্সরে মেশিন বসছে। ফলে  রায়গঞ্জের মানুষ উপকৃত হবেন। কোভিডের সময় প্রথম ওখানে ইনজেকশন দেওয়া শুরু হয়, পরে সেটাকে ছড়িয়ে দেওয়া হয়। আগামীতে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে মেশিন বসানো হবে।’ তাঁর সংযোজন, ‘মাদার টেরিজা স্বাস্থ্যকেন্দ্রটি আরবান প্রাইমারি হেলথ সেন্টার ফোরের অধীনে। ২০২০ সালের ৩ মার্চ মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন কালিয়াগঞ্জ থেকে। রায়গঞ্জ পুরসভার স্বাস্থ্য পরিষেবা এখন ভালো জায়গায়।’জানা গিয়েছে, রায়গঞ্জ পুর এলাকায় ৪টি ইউপিএইচসি ফোর রয়েছে। এগুলি হল ১, ২, ১৫ ও ২৩ নম্বর ওয়ার্ডে। যে ওয়ার্ডে জায়গা পাওয়া যাচ্ছে সেখানে এই স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠছে। ইতিমধ্যে ৮, ১১ ও ২৬ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্যকেন্দ্র চালু করেছে পুরসভা। ২২ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্যকেন্দ্র শীঘ্রই চালু হবে। এছাড়া ৪, ৫, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডে কাজ শুরু হয়ে গিয়েছে এবং ১৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে কাজ শীঘ্রই শুরু হবে। রায়গঞ্জ পুরসভার এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *