November 15, 2024

সৌরভ না ডোনা, কে যাচ্ছেন রাজ্যসভায়! জল্পনা বঙ্গের রাজনীতিতে

1 min read

সৌরভ না ডোনা, কে যাচ্ছেন রাজ্যসভায়! জল্পনা বঙ্গের রাজনীতিতে

বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে(Sourav Gangully) ঘিরে রাজনীতিতে যোগদানের জল্পনা নতুন কিছু নয়। বরঞ্চ নিয়ম করে প্রতি বছরই তা শোনা যায়। এবারেও তা শুরু হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সৌরভের বাড়িতে নৈশভোজে যাওয়ার পর থেকেই।এখন আবার বাংলার রাজনীতিতে শুরু হয়েছে নয়া জল্পনা। হয় সৌরভ নয় তো ডোনা(Dona Gangully), দুইজনের কেউ একজন খুব শীঘ্রই রাজ্যসভার(Rajya Sabha) সদস্য হতে চলেছেন রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে। যদিও এই বিষয়ে সৌরভ বা ডোনা কেউই সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। যদিও বঙ্গ রাজনীতিতে এই জল্পনা এখন বেশ ডানা মেলে দিয়েছে।বঙ্গ বিজেপি(BJP) সূত্রে জানা গিয়েছে, রূপা গাঙ্গুলির ছেড়ে যাওয়া আসনেই সৌরভ বা ডোনাকে রাজ্যসভায় পাঠানো হবে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে। খুব শীঘ্রই রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত কয়েকজন সাংসদের শূন্যপদ পূরণ করা হবে। ওই শূন্যপদে যে কয়েকজনের নাম শোনা যাচ্ছে তাঁদের মধ্যে বাংলা থেকে সৌরভ অথবা ডোনার নাম ঘোরাফেরা করছে গেরুয়া শিবিরে। রাজ্যসভায় ১২ জন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হতে পারেন। যারা মনোনীত হন তাঁরা সাহিত্য, বিজ্ঞান, শিল্প ও সমাজসেবার ক্ষেত্র থেকে প্রতিনিধিত্ব করেন। ক্রিকেটে দেশের অধিনায়কত্ব করা সৌরভের মতোই ওড়িশি নৃত্যশিল্পী হিসাবে ডোনারও পরিচিতি রয়েছে।

তাই দুইজনের যে কোনও একজন এই সম্মান পেতেই পারেন। এর আগে বাংলা থেকে রাষ্ট্রপতির মনোনীত সাংসদ হিসাবে রূপা গঙ্গোপাধ্যায়, সাংবাদিক স্বপন দাশগুপ্তরা সংসদে গিয়েছেন। এবার কী হয় সেই দিকেই সকলে তাকিয়ে থাকবেন।সংবিধানের ৮০ নম্বর ধারা মেনে রাষ্ট্রপতিকে এই মনোনীত সাংসদদের নাম সুপারিশ করে কেন্দ্রীয় সরকার। অর্থাত্‍ কেন্দ্র সরকারই কার্যত ঠিক করে দেয় যে কারা কারা রাজ্যসভায় সদস্য হবেন রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হিসাবে। যেহেতু অমিত শাহ নিজেই সৌরভের বাড়িতে গিয়েছিলেন নৈশভোজে তাই সম্ভাবনা থাকছেই বিজেপির তরফ থেকে সৌরভ বা ডোনা কাউকে রাজ্যসভায় পাঠানো। যদিও গতকাল সৌরভ রাজনীতিতে আসা নিয়ে কোনও কথা বলেননি। কিন্তু বলেছেন ডোনা। জানিয়েছেন, ‘জল্পনা করাই তো মানুষের কাজ। যদি সত্যি কিছু হয় তাহলে তো মানুষ জানতেই পারবেন। তবে এটুকু বলতে পারি, সৌরভ রাজনীতিতে এলে মানুষের জন্য ভালো কাজই করবে।’ অন্যদিকে সৌরভ ডোনাকে নিয়ে জানিয়েছেন, ‘রাজনীতিতে আসা নিয়ে ডোনার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজের। তবে রাজনীতিতে এলে ও ভালই করবে।’ স্বাভাবিক ভাবেই এখন গঙ্গোপাধ্যায় দম্পতিকে ঘিরে রাজ্য রাজনীতিতে বেশ জল্পনা ডানা মেলে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *