সম্পুর্ন ব্যক্তিগত উদ্যোগে পম্পা দেবচৌধুরীর নেতৃত্ত্বে কালিয়াগঞ্জের আশ্রয়হীন অভুক্তদের দুইবেলা খাবার ব্যবস্থায় আমরা তিনজন
1 min readসম্পুর্ন ব্যক্তিগত উদ্যোগে পম্পা দেবচৌধুরীর নেতৃত্ত্বে কালিয়াগঞ্জের আশ্রয়হীন অভুক্তদের দুইবেলা খাবার ব্যবস্থায় আমরা তিনজন
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–দেশে করোনা ভাইরাসের দুর্বিষহ প্রভাব আশ্রয়হীন অভুক্ত দরিদ্র মানুষদের প্রচন্ড সমস্যার মধ্য ফেলে দিয়েছে।এই মুহূর্তে যে যেভাবে পারছে এই সমস্ত হত দরিদ্রদের পাশে গিয়ে মানবিকতার
পরিচয় দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে।ঠিক এমনি একটি সেবামূলক সংস্থা”আমরা তিন জন” দুস্থদের পাশে দাঁড়িয়ে তাদের সীমাবব্ধতার মধ্যেই মানব সেবার কাজ করে চলেছে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন স্থানে।
আমরা তিনজন সংস্থার কর্নধার পম্পা দেব চৌধুরী বলেন তিনি এবং তার সাথে সুজয় চক্রবর্তী ও সম্পদ পাসোয়ান এই তিন জন বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে গত ২৫শে মার্চ থেকে প্রতিদিন দুই বেলা কয়েকজন দুস্থদের খাবার ব্যবস্থা করছি।এই ব্যাপারে সুজয় চক্রবর্তী ও সম্পদ পাসোযান অমানুষিক
পরিশ্রম করে মানুষের কাছ থেকে চাঁদা তুলে সম্পুর্ন নিজেদের প্রচেষ্টায় যতটুকু সাধ্য সেইমত কাজ করে যাচ্ছি।এই কাজের মধ্যে রাজনৈতিক দলের কোন স্থান নেই বলে জানালেন পম্পা দেবচৌধরী।এলাকার মানুষজন এই মানবিক কাজের জন্য তিনজনকেই সাধুবাদ জানিয়েছেন।