পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের মানবিক মুখ দেখল গ্রামবাসীরা
1 min readপূর্ব মেদিনীপুর জেলা পুলিশের মানবিক মুখ দেখল গ্রামবাসীরা
বিনোদ রুনটা এলাকায় কোনো অপরাধ হলেই, সুতাহাটা থানা এলাকায় পুলিশ ঢুকতো! লকডাউনে সেই পুলিশের দলই ঢুকলো এবার চাল, আলু, ডাল আর সাবান নিয়ে৷ হ্যাঁ আজ এমন দৃশ্যই চোখে পড়ল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর(গ্রামীণ) থানার প্রত্যন্ত কুমারডুবি গ্রামে । যার ফলে এই গ্রামের ৭৫ টি শবর পরিবারকে অনাহারের কবল
থেকে বাঁচানো গেল! পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও সুতাহাটা থানার সহায়তায় করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে,সচেতনতা,সতর্কতা,
জানাতে সুতাহাটা থানা এলাকায় লকডাউনের গৃহবন্দী দূঃস্থ পরিবারের হাতে খাদ্য-সামগ্রী তুলে দিলেন ও বাড়ির মধ্যে থাকতে অনুরোধ করলেন পুলিশকর্মীরা। যাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বহু মানুষ।
পুলিশ প্রয়োজনে পুলিশ পূর্ন সহযোগীতা করবেন বলে জানান হলদিয়ার এডিশ্যানাল এস.পি পার্থ ঘোষ মহাশয়, সি.আাই বিচিত্র বিকাশ রায় মহাশয় ও সুতাহাটা থানার ও.সি মাননীয় স্বপন চাপড়ি মহাশয়,সাথে ছিলেন এ.এস.আই উজ্বল বাবু ও
,সিভিক ভলেন্টিয়াররা।করোনা ভাইরাস এর মোকাবেলায় এইভাবে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি যেভাবে কাজ করে চলেছে জেলায় তা প্রশংসার দাবি রাখে।