October 24, 2024

লকডাউন প্রথায় লকডাউনে স্থগিত ঘোষণা চারগ্রাম বাসন্তী পূজা।

1 min read

লকডাউন প্রথায় লকডাউনে স্থগিত ঘোষণা চারগ্রাম বাসন্তী পূজা।

জয়ন্ত বোস, কালিয়াগঞ্জ।রাজা সুরথ বসন্ত কালে দূর্গাপূজা শুরু করেছিলেন তাই এই পূজা বাসন্তী পূজা নামে পূজিত হয়ে আসছে। কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েত অধীন চারটি গ্রাম কুজিয়া, মুজিয়া, মহাগাঁও এবং আঠঘড়া এতদ অঞ্চলের মানুষের যৌথ উদ্যোগে বহু কাল আগে থেকে শুরু হয়েছিল বাসন্তী পূজোর আয়োজন।

খুবই নিষ্ঠার সাথে আনুমানিক ৪০০-৫০০ বছর ধরে কুজিয়া গ্রামে রাস্তার পাশেই বাসন্তী পূজার আয়োজন হয়ে আসছে। বর্তমানে বাসন্তী দেবীর পাকা মন্দির স্থাপিত। প্রতি বছর উক্ত চারগ্রামের সকল মানুষ পূজোর সাতদিন আগে থেকেই নিরামিষ খাবার খান। এত নিষ্ঠা সহকারে চার গ্রামের সকল স্তরের মানুষ পূজায় অংশগ্রহণ করে মায়ের আরাধনায় ব্রতী হন। সকলের কাছে বাসন্তী মায়ের জাগ্রত ভাব ও রুপের বর্ননা চারিদিকে ছড়িয়ে পড়েছিল বলেই দূরদূরান্ত থেকে প্রচুর মানুষের সমাগম হয় ষষ্টি থেকে দশমী পর্যন্ত এই চার গ্রামের আয়োজিত বাসন্তী পূজোয়। এই পূজো উপলক্ষে হাজার হাজার মানুষের জনসমাগমে উক্ত এলাকা মেলার আকার ধারন করে। সকল স্তরের মানুষের মনস্কামনা পূরনের জন্য

মায়ের কাছে কোনো মানত করলেই সেই মনস্কামনা পূর্ণ হয় কথিত আছে। যার জন্যেই প্রতি বছর ভীড় উপচে পরে। কুজিয়া, মুজিয়া, আঠঘড়া এবং মহাগাঁও এই চারটি গ্রামের মানুষদের নিয়ে বাসন্তী পূজার আয়োজনে একটি স্থায়ী কমিটি দীর্ঘদিন ধরে এই পূজা পরিচালনা করে আসছেন। এই কমিটির স্থায়ী ৮ জনের মধ্যে সভাপতি সঞ্জয় সরকার, সম্পাদক বিবেক সরকার, কোষাধ্যক্ষ বিজয় চন্দ্র সরকার এবং ভবেশ দেবশর্মা, সদস্যগন মাধব সরকার, নমল বসাক, বিমল দেবশর্মা এবং বাসুদেব সরকার প্রমুখ ব্যাক্তিরা সকলের সহযোগিতা নিয়ে বাসন্তী মায়ের পূজার আয়োজন করেন। এই মায়ের পূজোয় বিশেষত্ব হলো

মায়ের প্রধান ভোগ হলো কলা তার সাথে আনুষাঙ্গিক অন্যান্য ভোগ মায়ের পূজায় নিবেদন করা হয়। এতদ অঞ্চলের সকলের বাড়িতেই দূরদূরান্ত থেকে আত্মীয়-স্বজন পূজার কয়েকদিন আগে থেকেই চলে আসেন পূজা উপলক্ষে। তবে এবছরে সমস্ত রকম পূজোর আয়োজনে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। বর্তমানে এই মহামারী ভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে পূজোর আয়োজন কে। এই প্রথম ৪০০-৫০০ বছরের পুরানো বাসন্তী মায়ের পূজো স্থগিত ঘোষনা করতে বাধ্য হলেন চারগ্রাম বাসন্তী পূজো কমিটি। করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে যখন সমগ্র পৃথিবী ব্যাপী এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার সেখানে নিজের নিজের পরিবারসহ জীবন বাঁচানোর তাগিদে সকলেই ঘরমুখী। কেউ বারির বাহিরে বের হচ্ছেন না সরকারি ঘোষনায়। সকলেই ঘরে বসে বাসন্তী মায়ের কাছে প্রনাম জানিয়ে মানত করছেন মা যেন পৃথিবী ব্যাপী তার সকল সন্তানদের সুস্থ রাখেন, ভালো রাখেন। তাই এবারের ঐতিহ্যবাহী পুরোনো চারগ্রামের জনসমাগমে বাসন্তী পূজো স্থগিত ঘোষনা করলেন পূজো কমিটি। শুধুমাত্র মন্দিরের ভিতরে পুরোহিত চারদিন ধরে মায়ের পূজোয় পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। ভয়ঙ্কর মহামারীর সংক্রমণ যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে পূজো স্থগিত ঘোষণা করে এই মহান জনসচেতনতা সৃষ্টির নজির গড়ে তুললেন কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েত এলাকার চার গ্রামের বাসন্তী পূজো কমিটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *