প্রসঙ্গ:করোনা।অসহায় মানুষের পাশে জেলা পুলিশ
1 min readপ্রসঙ্গ:করোনা।অসহায় মানুষের পাশে জেলা পুলিশসঙ্গ:করোনা।অসহায় মানুষের পাশে জেলা পুলিশ
তুহিন শুভ্র মন্ডল বলা হয় সবচেয়ে বড় ধর্ম মানবতা।এজন্য প্রায়শই মানুষের পাশে দাঁড়ায় বিভিন্ন সামাজিক সংগঠন।দক্ষিণ দিনাজপুরও এর ব্যতিক্রম নয়।প্রণাম প্রকল্পে অসহায় মানুষের পাশে পুলিশও।করোনার এই ভয়ংকর সময়েও
।বয়স্কদের পাশে থাকার বার্তা দিয়ে কিছুদিন আগেই প্রণাম প্রকল্প বালুরঘাট শহরে শুরু করেছে জেলা পুলিশ।বয়জ্যেষ্ঠ নাগরিক দের অসুস্থতার সময় পাশে থেকে, জন্মদিনে শুভেচ্ছা- উপহার তুলে দিয়ে।আর আজ এই ভয়াল করোনার আবহেও বালুরঘাটের মিলন সংঘ পাড়ায় শহরের প্রবীন নাগরিক স্বদেশ রঞ্জন চক্রবর্তীর যাবতীয় অসুবিধার কথা
খোঁজ নিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহঃ নাসিম, ডি এস পি ( সদর) ধীমান মৈত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং সেসব তার বাড়িতে পৌছে দেওয়া হবে দ্রুততার সাথে।এতে ভীষণ খুশী বর্ষীয়ান স্বদেশ রঞ্জন চক্রবর্তী।
এরপর শহরের অন্যপ্রান্ত সাহেব কাছারি পাড়াতে আজ অসহায়দের হাতে মুড়ি- বিস্কুটের প্যাকেট তুলে দেন তারা।হাসপাতাল চত্বরে রোগীর পরিজনদের হাতে এগুলো তুলে দেন তারা।এদিকে গঙ্গারামপুরের পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা।
দুপুরে দুঃস্থ- অসহায়দের রান্না করা খাবার তুলে দিচ্ছেন।দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের এই উদ্যোগে খুশি শহরবাসীরা।