করোনা ভাইরাসের জেরেদক্ষিণ দিনাজপুর জেলার ৬০০শ্রমিক ভিন রাজ্যে আটকে,নেই খাবার পয়সা
1 min readকরোনা ভাইরাসের জেরেদক্ষিণ দিনাজপুর জেলার ৬০০শ্রমিক ভিন রাজ্যে আটকে,নেই খাবার পয়সা
করোনাভাইরাস এর জেরে গোটা দেশে চলছে লকডাউন। এরই মাঝে দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় 500 থেকে 600 শ্রমিক ভিনরাজ্যে কাজে গিয়ে ঘরবন্দি হয়ে আছেন।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অশোক গ্রাম অঞ্চলের প্রায় ২০০ জন শ্রমিক ও গোয়ায় কাজে গিয়ে ঘর বন্দী অবস্থায় রয়েছেন।গোয়ায় শ্রমিকদের দাবি
তাদের হাতে পয়সা ক যাওয়া শ্রমিকরা দাবি করেছেন, লকডাউন এর প্রথম দিনের পর থেকেই মালিকপক্ষ তাদেরকে কোনরূপ সাহায্য করছে না আর তার ফলেই না খেয়ে জীবন যাপন করতে হচ্ছে।ঠিক সেই কারণেই শ্রমিকেরা দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাদেরকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিক। একই সাথে দাবি করেছেন তাদের হাতে টাকা পয়সানা না থাকায় তারা ভীষন সমস্যার মধ্যে আছেন।