কালিয়াগঞ্জের দুধ ব্যবসায়ীরা দুধের ন্যায্য দাম না পাওয়ায় মাথায় হাত,কুলিক দুগ্ধ প্রকল্পের মাধ্যমে দুধ কেনার আর্জি দুধ বিক্রেতাদের
1 min readকালিয়াগঞ্জের দুধ ব্যবসায়ীরা দুধের ন্যায্য দাম না পাওয়ায় মাথায় হাত,কুলিক দুগ্ধ প্রকল্পের মাধ্যমে দুধ কেনার আর্জি দুধ বিক্রেতাদের
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–করোনা ভাইরাস আতঙ্কের জেরে কালিয়াগঞ্জের দুধের বাজারে দুধের দাম উধাও।বর্তমানে দুধের যা দাম তাতে দুধ বিক্রি করে যা দাম পায় দুগ্ধ ব্যবসায়ীরা সেই দাম দিয়ে গরুর খাবার কেন কোন ভাবেই সম্ভব হচ্ছেনা।গো খাদ্যের দাম প্রতিদিন যে ভাবে বেড়ে যাচ্ছে তাতে দুগ্ধ ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়েছে।
তাই দুগ্ধ ব্যবসায়ীদের দাবি সরকারের কুলিক দুগ্ধ সমবায় থেকে তাদের দুধ কিনে নেবার ব্যবস্থা করলে একদিকে যেমন কিছুটা লাভ পেতে পারে দুধ ব্যবসায়ীরা অন্যদিকে গো খাদ্য কিনতে তাদের মূলধন ভাঙার কোন সুযোগ থাকবেনা।কালিয়াগঞ্জ দুগ্ধ ব্যবসায়ীর পক্ষ থেকে খুব শীঘ্রই একটি স্মারক লিপি কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পালের নিকট।শেঠকলোনি পীরপুকুর এলাকার দুধ বিক্রেতা মন্টু পোদ্দার বলেন দুধের বাজার এতটাই খারাপ যা দুধ বিক্রেতাদের ভাবিয়ে তুলেছে।সমস্ত মিষ্টির দোকান চায়ের দোকান করোনার প্রভাবে বন্ধ থাকার ফলে আমাদের দুধ নেবার লোক নেই।তাই কুলিক দুগ্ধ সমবায় যদি এই সময় আমাদের দুধ ক্রয় করে তাহলে কালিয়াগঞ্জ শহরের দুধ ব্যবসায়ীরা এই যাত্রায় বেঁচে যাবে বলে তার মনে হয়।