করোনা-মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে উত্তর দিনাজপুর ব্রিক ফিল্ড এসোসিয়েশন পাঁচ লক্ষ টাকা দিল-
1 min readকরোনা-মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে উত্তর দিনাজপুর ব্রিক ফিল্ড এসোসিয়েশন পাঁচ লক্ষ টাকা দিল-
তপন চক্রবর্তী -(উত্তর দিনাজপুর)--বৃহস্পতিবার উত্তর দিনাজপুর ব্রিক ফিল্ড এসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে পাঁচ লক্ষ
টাকার চেক অতিরিক্ত জেলা শাসক এর হাতে তুলে দিলেন। অতিরিক্ত জেলা শাসক বলেন দেশের এই সমূহ বিপদ থেকে মুক্তি পেতে সবার সহযোগিতা তিনি কামনা করেন।জানা যায় দুদিন আগেই কল্যাণী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকার একটি চেক তুলে দেন কর্নধার কৃষ্ণ কল্যাণী।