December 22, 2024

করোনা ভাইরাসের কারনে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের পেনশনভোগীরা দুই মাসের অগ্রিম পেনশন পেতে চলেছে

1 min read

করোনা ভাইরাসের কারনে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের পেনশনভোগীরা দুই মাসের অগ্রিম পেনশন পেতে চলেছে

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর–মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য সরকারের সব ধরনের সমাজিক পেনশন প্রাপকরা করোনা ভাইরাসের আপদকালীন পরিস্থিতির কারণে এপ্রিল ও মে মাসের পেনশন অগ্রিম দেবার কথা ঘোষণা করলেন। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এইচ কে দিবেদি মেমো নম্বর এফ এস-১০৪/২০২০ তারিখ ২৫/৩/২০২০ এই নির্দেশ জারি করেন।রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের পেনশনারগন এই অগ্রিম দুই মাসের পেনশন পাবেন বলে জানান।জানা যায় এই বিভিন্ন সামাজিক প্রকল্পের বিভাগের মধ্যে আছে পঞ্চায়েত ও রুড়াল ডেভলপমেন্ট দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর,কৃষি,ব্যাকওয়ার্ড ক্লাস,ট্রাইবাল ডেভেলপমেন্ট,ফিশারিষ,আরবান ডেভলপমেন্টাব্যং মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টার প্রাইজ দপ্তর।জানা যায় আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই দুই মাসের করে পেনশনের অর্থ পেনশন ভোগীদের ব্যাঙ্ক একাউন্টে চলে যাবে বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *