করোনা ভাইরাসকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার আউট পোস্টে চলছে চেকিং-
1 min readকরোনা ভাইরাসকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার আউট পোস্টে চলছে চেকিং-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ--উত্তর দিনাজপুর–করোনা ভাইরাসকে যুদ্ধকালীন তৎপরতার সাথে মোকাবিলার জন্য জেলা প্রশাসন দিনরাত কাজ করে চলছে।
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে আউট পোস্ট গুলিতে ঠিক ভাবে সরকারি গাইড লাইন মেনে সব কাজ চলছে কেমন তা দেখার জন্য প্রশাসনের পক্ষ থেকে করা নজরদারি চলছে।এ ছাড়াও যে সমস্ত ভিন রাজ্য থেকে
উত্তর দিনাজপুরে নিজের বাড়িতে যে সমস্ত কর্মীরা নিজ বাড়িতে এসে ১৪দিন থাকছে তাদের বাড়ির সামনে একটি করে পোস্টার সেটে দেওয়া হচ্ছে।যেখানে সেই ব্যক্তির বিভিন্ন তথ্য লিখথাকছে।এ ছাড়াও সেই ভিন রাজ্যের কর্মীর হাতে কালি
দিয়ে লিখে দেওয়া হচ্ছে হোম আইসোলেশ নিশ্চিত করার কারনে তারিখ সহকারে। বিন্দলের মাদ্রাসার কোয়ান্টারিমে যারা রয়েছেন তাদের খাবার দাবার কেমন হচ্ছে তা পরিদর্শন করতেও জেলা প্রশাসনের পক্ষ যাওয়া হয়।