December 23, 2024

বিহার-বাংলা সীমান্তে বিয়ের গাড়ি খাদে– আহত–৩০-

1 min read

বিহার-বাংলা সীমান্তে বিয়ের গাড়ি খাদে– আহত–৩০

বিহার-বাংলা সীমান্তে বিয়ে করে ফেরার পথে দুই বোলেরো খাদে।৩০ জন আহত।বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় দুটি বোলেরো গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে খাদে পড়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনায় অধিকাংশ মহিলা ও শিশু মিলিয়ে গুরুতর জখম ৩০ জন। গাড়িদুটিকে খাদে পড়ে যেতে দেখে উদ্ধারকার্যে

ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। জখমদের হাসপাতালে আসতেই হুড়োহুড়ি পড়ে যায়। দুই মহিলা কিসপর জাহান ও আরসিনা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে।বাকি জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গিয়েছে, বিহারের কিশনগঞ্জ জেলার পোঠিয়া থেকে ডংরাপুল বিয়ের অনুষ্ঠান শেষে মেয়েকে নিয়ে যেতে আসার সময় ডংরাপুল এলাকায় দুটি বোলেরো গাড়ি খাদে পড়ে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *