করোনাকে সামনে রেখে কালিয়াগঞ্জের বাজারে জিনিষ পত্রের দাম সোমবার সকালেই লাগাম ছাড়া-
1 min readকরোনাকে সামনে রেখে কালিয়াগঞ্জের বাজারে জিনিষ পত্রের দাম সোমবার সকালেই লাগাম ছাড়া
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–সোমবার বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হবার পূর্ব মুহূর্তেই সকালের মহেন্দ্রগঞ্জ বাজারে সব জিনিষের দাম লাগাম ছাড়া হতে শুরু করে দিয়েছে।করোনা নিয়ে আতঙ্কের জেরে সোমবার সকালে এক শ্রেণীর কালো বাজারিরা এই সুযোগকে ব্যবসা ক্ষেত্রে কাজে লাগিয়ে সব্জি বাজারের জিনিস পত্রের দাম বৃদ্ধি পেল।গতকাল যেখানে আলুর দাম কেজি প্ৰতি ১৫টাকা ছিল সেখানে সক লাফে ২০ টাকা হয়ে যায়।পেঁয়াজের দাম যেখানে ৩০ টাকা কিলো দরে বিক্রি হয় রবিবার
বিকালে,সেখানে সোমবার সকালে এক লাফে তা বিক্রি হল ৪০ টাকা কিলো দরে।এ ছাড়াও আর সব সব্জির দামও প্রতিটি ক্ষেত্রেই বেড়ে গেল করোনার দাপটে।লকডাউন শুরু হবার আগেই যদি প্রতীতি সব্জির দাম বেড়ে যায় তাহলে এর প্রভাব যে পড়বেই এব্যাপারে কোন সন্দেহ নেই।
যে ক্ষেত্রে বাজারে জিনিষ পত্রের দাম যাতে কালোবাজারিদের সুযোগের কারনে না বাড়তে পারে তার জন্য কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে এই মুহূর্তে করা ব্যবস্থা নেওয়া দরকার বলে সাধারণ নাগরিকেরা মনে করেন।যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার তার বক্তব্যে বলছেন কোন ভাবেই যেন করোনার সুযোগকে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কোন ভাবেই কালোবাজারিরা সুযোগ
নিতে না পারে।জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি থাকার নজর দারীর ব্যবস্থা থাকা প্রয়োজন বলে সবাই মবে করছে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল এক সাক্ষাৎকারে বলেন কোন অবস্থায় সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করে কালো বাজারীরা মুনাফা করবে সেই সুযোগ আমরা দেবনা।সেই কারণেই পৌর সভার পক্ষ থেকে কালিয়াগঞ্জে মাইকিং করে ব্যবসায়ী দের সতর্ক করে দেওয়া হয়েছে।এর পরেও যদি কেউ সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করে তাহলে আইনানুগ ব্যবস্থ্যা তার বিরুদ্ধে নেওয়া হবে বলে পৌরপিতা কার্তিক পাল জানান।