লক ডাউন ভাঙলে কড়া শাস্তি
1 min readলক ডাউন ভাঙলে কড়া শাস্তি
উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের টুঙ্গিদিঘী হাটে সকাল থেকেই ভীর । পাশ্ববতী বিহার থেকে লোকজন আসছে টুঙ্গিদিঘী হাটে। আর এই সুযোগে সবজি বিক্রেতা থেকে মুদিখানা দোকানে ভীর । সবজি দাম বাজার দর থেকে বেশি নিচ্ছে এমনটাই অভিযোগ সাধারন মানুষের । কেন্দ্র ও রাজ্য সরকার করোণা ভাইরাস নিয়ে সচেতনতা লক ডাউন জমায়েত সহ হাট বাজার বন্ধ রাখার কথা বললে সেই সব কথা মানছেন না কেউ।
পুলিশ প্রশাসন আধিকারিকরা হাটে এলেও দোকান বন্ধ রাখা সহ জমায়েত যেন না করে মাইকিং করলেও কণপাত নেই সাধারণ মানুষ । এই টুঙ্গিদিঘী সহ করণদিঘী বাসী বলেন কিছু অসাধু ব্যবসায়ী নিজের এচ্ছে মতা দোকান খুলে রাখছেন চড়া দাম সামগ্রী বিক্রি করছেন।
প্রশাসন আধিকারিকরা দোকানে দোকানে গিয়ে বন্ধ করতে নেমে পড়ছেন ইতিমধ্যে। টুঙ্গিদিঘী হাটে আলতাপুর 2 গ্রাম পঞ্চায়েত প্রধান পবন সিংহ উপস্থিত হয়েছেন পুলিশ প্রশাসন সহ সকলেই মিলে জমায়েত ফাকা করার চেষ্টা করছে।যদি কেউ আইন অমান্য করে পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নিবে বলে জানিয়েছে করণদিঘী আইসি ধ্রুব প্রধান।