করোনা প্রতিরোধে বালুরঘাটে সচেতনতা অভিযান দিশারী সংকল্পের
1 min readকরোনা প্রতিরোধে বালুরঘাটে সচেতনতা অভিযান দিশারী সংকল্পের
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–দক্ষিণ দিনাজপুর জেলায় মারণ ভাইরাস করোনার ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তৎপর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতর প্রথম থেকেই তৎপর।সীমান্তে স্ক্রিনিং, হাসপাতালে আইসোলেশন বেড, ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের ট্রেনিং , বিভিন্ন জায়গায় হ্যান্ড স্যানিটাইজার পৌছানো ইত্যাদি সবই চলছে জরুরী কালীন ভিত্তিতে।
এ নিয়ে গতকাল জেলা শাসক নিখিল নির্মল এবং জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুকুমার দে সাংবাদিক বৈঠক করেছেন।একই সাথে শহরের পরিবেশ ও সমাজ সচেতন সংস্থা দিশারী সংকল্পও শুরু করেছে করোনা প্রতিরোধী সচেতনতা অভিযান।বিভিন্ন পর্যায়ে ভাগ করে এই সচেতনতা অভিযান চালাচ্ছে সংস্থাটি।প্রথমে সোস্যাল মিডিয়াকে মাধ্যম করে, তারপর করোনা অ্যাওয়ারনেস অন হুইলস করে সচেতনতা অভিযান করেছেন সম্পাদক তুহিন শুভ্র মন্ডল।আর আজ সকালে শহরের ডানলপ মোড়, মারফি মোড়, সাধনা মোড়ে ,
বুড়া কালী বাড়ি চত্বরে সচেতনতা অভিযান চালান সংস্থার সদস্য, সদস্যারা।মানুষের হাতে তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা প্রচারিত জেলা স্বাস্থ্য দফতর থেকে প্রাপ্ত লিফলেট।যেখানে কি কি করতে হবে আর কি করা যাবে না পরিষ্কার বলা আছে।আজ এই সচেতনতা অভিযানে অংশ নিয়ে সুতপা দাশগুপ্ত, সঞ্জয় চক্রবর্তী, নিনি চট্টোপাধ্যায়, রিক গুহ, সনাতন প্রামাণিক, মাম্পি রায়,নীলাদ্রি শেখর মুখার্জি প্রমুখরা জানান ‘আমরা শুনেছি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর।তাই করোনা প্রতিরোধে সচেতনতা অভিযানে নেমেছি।মানুষকে বুঝিয়েছি।এটাও বলেছি অযথা গুজব বা আতঙ্ক ছড়াবেন না।প্রযোজনে স্বাস্থ্য দফতরের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন।আমরা এরপর শহরের অন্য প্রান্তে বা গ্রামেও সচেতনতা অভিযান চালাবো।’