December 23, 2024

উত্তর দিনাজপুর জেলায় করোনা ভাইরাস রুখতে অবিলম্বে দিল্লি ট্রেনের যাত্রীদের স্টেশনেই চেকআপ করার জন্য চিকিৎসা শিবির বসানো প্রয়োজন–

1 min read

উত্তর দিনাজপুর জেলায় করোনা ভাইরাস রুখতে অবিলম্বে দিল্লি ট্রেনের যাত্রীদের স্টেশনেই চেকআপ করার জন্য চিকিৎসা শিবির বসানো প্রয়োজন

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)সারা দেশে যে ভাবে দ্রুত গতিতে লাফিয়ে লাফিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।উত্তর দিনাজপুর জেলার এখনো কিছু না হলেও আমাদের প্রতিপদে পদে সতর্কতা অবলম্বন করতে হবে।

আর সেই কারণেই অবিলম্বে রায়গঞ্জ স্টেশন এবং কালিয়াগঞ্জ স্টেশনে সতর্কতামূলক ব্যবস্থা নেবার জন্য চিকিৎসা শিবির বসানো অবিলম্বে প্রয়োজন।কারন হিসাবে বলা যেতে পারে উত্তর দিনাজপুর জেলার গ্রামগঞ্জের বহু অর্ধ শিক্ষিত এবং পড়াশোনা না জানা যুবকরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন দলবেঁধে কাজ করতে যায়।আবার ঠিক তেমন ভাবেই দল বেঁধে একসাথে বাড়ি ফেরে। যারা দিল্লী থেকে প্রতিনিয়ত বাড়ি ফিরছে অবিলম্বে প্রশাসনিকভাবে স্বাস্থ দপ্তরের সহায়তায় রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ স্টেশনে চিকিৎসা শিবির খুলে দিল্লি তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবকদের পরীক্ষা করা দরকার।এই প্রতিবেদক কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পালকে এই প্রস্তাব দিলে তিনি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব।আমি অবিলম্বে সি এম ও এইচ এর সাথে এই প্রস্তাব নিয়ে কথা বলবো।রায়গঞ্জ মহকুমার মহকুমা শাসক অর্ঘ রায় বলেন এটি একটি উত্তম প্রস্তাব।আমি জেলা শাসকের সাথে কথা বলে ব্যবস্থা নেব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *