করোনা আতঙ্কে প্রতিরোধ ব্যবস্থা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী আসা যাওয়া বন্ধ
1 min readকরোনা আতঙ্কে প্রতিরোধ ব্যবস্থা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী আসা যাওয়া বন্ধ
তন্ময় চক্রবর্তী করোনা আতঙ্কে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী আসা যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
আগামী 15 ই এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে, এই সময়ের মধ্যে যাদের ভিসা শেষ হচ্ছে তারাই একমাত্র যাতায়াত করতে পারবেন। রাধিকাপুর এর বাসিন্দা সুবীর কুমার দাস জানান, করোনা ভাইরাস এর জেরে ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ হওয়ার ফলে এটা দেশের পক্ষে ভালো হয়েছে।যেহেতু এই ভাইরাস বাইরের দেশ থেকে ছড়িয়েছে তাই কেন্দ্রীয় সরকার সবরকম চেষ্টা করছে দেশবাসীর মঙ্গলের জন্য তাই এই সিদ্ধান্তে তারা খুবই খুশি সীমান্ত সিল হওয়ায়। তিনি জানান, এই নিষেধাজ্ঞা চলাকালীন ভিসার মেয়াদ ফুরনো
যে সমস্ত যাত্রী বাংলাদেশ থেকে এদেশে আসবেন তাদের জন্য শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।বিদেশমন্ত্রক ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর এ প্রতিবেশী রাষ্ট্রের বাসিন্দাদের ভিড় উপচে পড়ছে ।কেন্দ্রীয় সরকারের নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে ।শুক্রবার সন্ধ্যা থেকে নতুন করে ভিসা নিয়ে কেউ ভারতে প্রবেশ করতে পারবেন না ।
এদিকে করোনা ভাইরাস নিয়ে যখন গোটা বিশ্ব আতঙ্কিত সেই সময় উত্তর দিনাজপুর জেলার একমাত্র আন্তর্জাতিক ইমিগ্রেশন চেক পোস্ট রাধিকাপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় চলছে জোরদার নজরদারি। সম্প্রতি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর প্রকাশ রায়, কালিয়াগঞ্জ এর বি এম ও এইচ সন্দীপ বাগের নেতৃত্বে রাধিকাপুর ইমিগ্রেশন চেকপোস্ট এ নজরদারির ব্যবস্থা করা হয়।
এদিকে রাধিকাপুর দিয়ে প্রতিদিন বাংলাদেশ যাতায়াত করেন অন্তত ৫০ থেকে ৬০ জন। এরমধ্যে কেউ করোনা আক্রান্ত কিনা, এতদিন তা নিয়ে স্বাস্থ্য দপ্তরে কোন নজরদারী ছিলনা