বার্ধক্য ভাতা প্রাপক বৃদ্ধ-বৃদ্ধাদের গালে বসন্তের রঙ লাগিয়ে বসন্ত উৎসবের সূচনা করলেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।। বর্তমানের কথা কালিয়াগঞ্জ
1 min readবার্ধক্য ভাতা প্রাপক বৃদ্ধ-বৃদ্ধাদের গালে বসন্তের রঙ লাগিয়ে বসন্ত উৎসবের সূচনা করলেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।।
বার্ধক্য ভাতা প্রাপক বৃদ্ধ-বৃদ্ধাদের সাথে আবির দিয়ে বসন্তের হোলি খেললেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল। যা সবাইকে অবাক করে দিয়েছিল কালিয়াগঞ্জ পৌরসভা চত্বরে। আর এতেই ভীষণ খুশি সেই সমস্ত বৃদ্ধ-বৃদ্ধারা। তাদের সকলের গলায় একই সুর আজ যেভাবে হোলি খেলো স্বয়ং চেয়ারম্যান তাদের সঙ্গে এইভাবে বিগত দিনে কালিয়াগঞ্জ পৌরসভা র কোন চেয়ারম্যান ই হোলি খেলেননি।
ওঁরা প্রায় প্রত্যেকেই জীবন সায়াহ্নে এসে পৌঁছেছেন, জীবনের অনেক কয়েকটা বসন্ত পেরিয়ে এসে পৌঁছেছেন বার্ধক্যে। হয়তো তাদের মনে নেই আর বসন্তের ছোঁয়া। অসহায় এইসব বৃদ্ধ বৃদ্ধারা পরিবারের এক কোনে অতিবাহিত করেন তাদের জীবন। এইসব অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের মনেও রঙীন বসন্তের ছোঁয়া দিতে এগিয়ে এল উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভা কর্তৃপক্ষ।
কালিয়াগঞ্জ পুরসভা ভবনে পুর এলাকার সাড়ে পাঁচ হাজার বার্ধক্যভাতা প্রাপক বৃদ্ধ বৃদ্ধাদের হাতে মিস্টি ও আবীরের প্যাকেট হাতে তুলে দিলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল। শুধু তাই নয় কারও পায়ে ও কপালে আবীরের টিকা দিয়ে প্রনামও সারলেন তৃনমূল কংগ্রেসের যুব নেতা তথা কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।
পুর চেয়ারম্যানের এই অভূতপূর্ব উদ্যোগে খুশী হয়ে প্রানভরে আশীর্বাদ করলেন বৃদ্ধ বৃদ্ধারা।রঙের উৎসব হল প্রানের উৎসব, খুশীর উৎসব ও সম্প্রীতির উৎসব। এই রঙের উৎসবকে সর্বসাধারনের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ করে শহরের অসহায় বৃদ্ধ বৃদ্ধারাও যাতে রঙের উৎসবে শামিল হতে পারেন সেই উদ্দেশ্যে এক মহতী উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভা।
কালিয়াগঞ্জ পুরসভার মাধ্যমে শহরের যেসব বৃদ্ধ বৃদ্ধারা বার্ধক্য ভাতা পান তাঁরাও যাতে রঙের উৎসবে শামিল হতে পারে সেজন্য পুরসভা ভবনেই তাদের নিয়ে বসন্ত উৎসব পালন করল কালিয়াগঞ্জ পুর কর্তৃপক্ষ। সকলের সাথে রঙের উৎসবে মেতে উঠলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল ও বসন্ত রায় সহ পুরসভার কর্মীরা। অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের হাতে মিস্টি ও আবীরের প্যাকেট তুলে দিলেন পুর চেয়ারম্যান কার্তিক পাল। বার্ধক্য কালে এসে এমন সন্মান এবং আনন্দ উপভোগ করতে পেরে যারপরনাই খুশী কালিয়াগঞ্জ শহরের বৃদ্ধ বৃদ্ধারা। আজ যে তাদের ঘরেরই ছেলে কার্তিক তাদের আবীরের রঙে রাঙিয়ে দিয়ে তাদের মনেও বসন্তের ছোঁয়া এনে দিয়েছে।