ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবম বর্ষ কালিয়াগঞ্জ বসন্ত উৎসব উদযাপিত হতে চলেছে
1 min readব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবম বর্ষ কালিয়াগঞ্জ বসন্ত উৎসব উদযাপিত হতে চলেছে
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–আগামী ২৫শে ফাল্গুন ৯ই মার্চ কালিয়াগঞ্জ বসন্ত উৎসব কমিটির উদ্যোগে ও কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সার্বিক সহযোগিতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবম বর্ষ বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে চলেছে।
কালিয়াগঞ্জ বসন্ত উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক অরুন কুমার বোস এবং সুদীপ ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান ঐ দিন সকাল ৮টায় কালিয়াগঞ্জ মনমোহন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বাসন্তিক মিছিল কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করবে।যে বাসন্তিক মিছিলে কালিয়াগঞ্জের বিভিন্ন বিদ্যালযের ছাত্র ছাত্রী,বিভিন্ন সংগীত বিদ্যালয় ও নৃত্য বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকারা এবং কালিয়াগঞ্জের আপামর জনসাধারণ পা মেলাবে বলে জানান।মিছিলটি শেষ হবে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে।ঐদিন বিকালে স্থানীয় নজমু নাট্য নিকেতন মঞ্চে বিকেল ৪টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।সবাইকে প্রভাতী অনুষ্ঠানের সাথে বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ জানিয়েছেন।