October 24, 2024

বই মেলায় –বালুরঘাট ও কালিয়াগঞ্জে নদী ব্যবস্থাপনা, বন্যার বিপদ কমানো ও পরিবেশ রক্ষার আলোচনা–

1 min read

বই মেলায় –বালুরঘাট ও কালিয়াগঞ্জে নদী ব্যবস্থাপনা, বন্যার বিপদ কমানো ও পরিবেশ রক্ষার আলোচনা-

তপন চক্রবর্তী নদী ব্যবস্থাপনা যথাযথ হলে বন্যার বিপদ করবে।আবার পরিবেশ রক্ষা করতে গেলে শিক্ষার্থীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।এই গুরুত্ব উপলব্ধি করেই বালুরঘাটে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে এবং কালিয়াগঞ্জে উত্তর দিনাজপুর জেলা বইমেলাতে হয়ে গেল আলোচনাসভা।

বালুরঘাটে জেলা প্রশাসনের কনফারেন্স হলে বিভিন্ন দিনে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশবিদ তুহিন শুভ্র মন্ডল,বিষয় বিশেষজ্ঞ দীপঙ্কর রায়, প্রোগ্রাম কো- অর্ডিনেটর সঞ্জয় মৌলিক, সমাজ কর্মী গোপাল রায় প্রমুখ।সেখানে নদী ব্যবস্থাপনা কিভাবে বন্যার বিপর্যয়কে কমাতে সাহায্য করে, বিগত বন্যার ভয়ংকরতা এবং সেখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা , বিপর্যয়ের সময়কার করণীয়,প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক/ স্কেচ্ছাসেবিকা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অপরদিকে কালিয়াগঞ্জেও

উত্তর দিনাজপুর বইমেলার মুক্তমঞ্চে কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের ক্ষুদে শিক্ষার্থীদের দ্বারা পরিবেশের নাটক ‘ মেয়েটির নাম মেঘ’ মঞ্চস্থ হওয়ার পরেই ‘ পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা ‘ নিয়ে আলোচনা করেন পরিবেশ চিন্তক তুহিন শুভ্র মন্ডল।উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের বঙ্গরত্ন মমতা কুন্ডু, অন্যতম আয়োজক নাট্যজন বিভুভূষণ সাহা।উপরোক্ত বিষয়ে জিজ্ঞেস করা হলে তুহিন শুভ্র মন্ডল বলেন,” নদী ও পরিবেশ বিষয়ে যে কোন আলোচনাই এখন সর্বাধিক হওয়া উচিত।নদীকে ভাল রাখা জরুরী।বন্যার ফলে উদ্ভূত বিপদকে কমানো জরুরী।তার সাথেই পরিবেশের রক্ষায় শিক্ষার্থীদের এখন থেকেই পরিবেশের বন্ধু হিসাবে গড়ে তুলতে হবে”।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *