December 22, 2024

শান্তি কলোনির রাজা দাসের মেয়ে পাকুড় গাছ এর সহিত শান্তি কলনি নিবাসী কল্যাণ মোদকের ছেলে বটগাছ এর বিয়ের সাক্ষী থাকল আজ হাজার হাজার মানুষ

1 min read

শান্তি কলোনির রাজা দাসের মেয়ে পাকুড় গাছ এর সহিত শান্তি কলনি নিবাসী কল্যাণ মোদকের ছেলে বটগাছ এর বিয়ের সাক্ষী থাকল আজ হাজার হাজার মানুষ

তনময় চক্রবর্তী আর পাঁচটা দিনের চেয়ে আজ একটু অন্যরকম কাটাল একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ঘিরে কালিয়াগঞ্জ এর শান্তি কলোনির স্থানীয় মানুষরা। তবে এই বিয়ে বাড়ি কিন্তু আর পাঁচটা বিয়ে বাড়ির মতন হলেও পাত্র-পাত্রী ছিল একদম অন্যরকম। শান্তি কলোনির রাজা দাসের মেয়ে পাকুড় গাছ এর সহিত শান্তি কলনি নিবাসী কল্যাণ মোদকের ছেলে বটগাছ এর বিয়ের সাক্ষী থাকল আজ হাজার হাজার মানুষ।

কালিয়াগঞ্জ এর শান্তি কলোনির সম্রাট ক্লাবের উদ্যোগে এই বট পাকুড়ের বিয়েকে কেন্দ্র করে আজ এতটাই উন্মাদনা দেখা যায় শান্তি কলোনিতে সাধারণ মানুষদের মধ্যে যেন মনে হচ্ছিল সত্যি সত্যি হয়তো কোন পাত্র পক্ষের সঙ্গে পাত্রীর বিয়ে কে কেন্দ্র করে অনুষ্ঠান। অন্যান্য বিয়ের চেয়ে

এই বিয়ের মধ্যে কোনো খামতি ছিল না।একদম নিষ্ঠা ও নিয়ম অনুসারে আর পাঁচটা বিয়ে যেমন ভাবেই হয় তেমন ভাবেই সম্রাট ক্লাব পুরোহিত মশাই কে নিয়ে এসে আজ এই অসাধ্য কাজ সাধন করলেন। অন্যান্য বিয়ের মতই এখানে এই বট পাকুড়ের বিয়েতেও ছিল সত্যনারায়ণ পূজা, অধিবাস সহ নানান ধরনের নিয়ম কানুন। ঘড়িতে ঠিক দুপুর 12 টা এই বিয়ের ছিল লগ্ন। তাই বারোটার আগেই পাত্র পক্ষের তরফে ব্যান্ডপার্টি সহকারে নাচতে নাচতে বরপক্ষের আত্মীয়-স্বজনরা সকলেই এসে পড়ে শান্তি কলোনির দুর্গা মণ্ডপের পাশে কন্যা পক্ষের বাড়িতে অর্থাৎ দূর্গা মন্ডপ এর পাশে।

ইলাহি কি আয়োজন। চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না।আর পাঁচটা মেয়ের মতো সম্রাট ক্লাব বিয়ের কার্ড ছাপিয়ে যাদেরকে যাদেরকে নিমন্তন্ন করেছিলেন তাদের কেউ দেখা গেল এই বিয়েতে নেমন্তন্ন খেতে আসতে। এদের মধ্যে দেখা গেল হাজারো ব্যস্ততার মাঝে কালিয়াগঞ্জ পৌরসভা র পৌরপতি কার্তিক চন্দ্র পালকে। তিনি বিয়ে বাড়িতে এসে বললেন তিনি কন্যা পক্ষের তরফে আজ

এখানে এসেছেন। তিনি বলেন এই ধরনের অনুষ্ঠান সত্যিই একটি সুন্দর অনুষ্ঠান।রবিবার বিকেলে পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই বটপাকুড়ের বিয়ে সম্পর্ন হয়৷ এই বিয়ে উপলক্ষ্যে এদিন সকাল থেকেই ছিল সাজোসাজো রব। শান্তিকলোনী এলাকার কয়েক হাজার মানুষ

এই বিয়েতে সামিল হয়েছিল। বিয়ের আসরে ভোজের পাতে মেনু ছিল খিচুড়ি, দুরকম সবজি, চাটনি ও শেষপাতে মিহিদানা। দিনভর আয়োজন ও বিয়ের শেষে সকলে পেটপুরে ভোজ খেয়ে নিজ ঘরে ফিরলো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *