ইসলামপুর পার্কের শিলা মাহাতো সর্বশ্রেষ্ট উদ্যান কর্মচারীর পুরস্কারে সম্মানিত
1 min readইসলামপুর পার্কের শিলা মাহাতো সর্বশ্রেষ্ট উদ্যান কর্মচারীর পুরস্কারে সম্মানিত
দেবব্রত চক্রবর্তী বনদপ্তরের শিলিগুড়ি উদ্যান ও কানন বিভাগের ইসলামপুর পার্কের শিলা মাহাতো সর্বশ্রেষ্ট উদ্যান কর্মচারীর পুরস্কারে সম্মানিত হয়েছেন। এই খবরে আনন্দে উচ্ছসিত ইসলামপুর পার্কের কর্মচারীরা। সম্প্রতি উত্তরবঙ্গের মালবাজারে বনদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে শিলা মাহাতোকে পুরস্কৃত করা হয়। ওই অনুষ্ঠানে মালবাজারের মহকুমা শাসক বিবেক কুমার শিলা মাহাতো’র হাতে
মানপত্র, ট্রফি সহ পুরস্কার সামগ্রী তুলে দেন। এছাড়াও শিলিগুড়ি উদ্যান ও কানন বিভাগের রেঞ্জ অফিসার মানব চক্রবর্তী সহ বনদপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, বালুরঘাটে কর্মরত নরেন্দ্র মাহাতো গত ২০০৪ সালে অসুস্থতার কারনে মারা গেলে গত ২০১৩ সালে ওই চাকরী পান তাঁর স্ত্রী শিলা মাহাতো। স্বামী হারানোর পর সেই চাকরী পেয়ে দুই সন্তানকে নিয়ে ইসলামপুর পার্কে যোগদান করেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অক্লান্ত পরিশ্রম করে কর্তব্যপরায়ন হয়ে উঠেন শিলাদেবী। বিভিন্ন মহলে তাঁর কাজের প্রশংসা হতে শুরু হয়। শিলা মাহাতো বলেন, ইসলামপুর পার্কের পরেশ দাসের তত্বাবধানে কাজ শিখেছি। এই পুরস্কার আমাকে আগামী দিনে আমার কাজের গতি বাড়াবে। পাশাপাশি অন্যান্য কর্মচারীদের কাছেও আমার পুরস্কার উদাহরণ হয়ে উঠবে।