October 23, 2024

ডালিমগাও জুনিয়ার হাই স্কুলের ৩৬জন পড়ুয়াদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা হাসপাতালের অজানাকে জানার ক্লাস নিলেন

1 min read

ডালিমগাও জুনিয়ার হাই স্কুলের ৩৬জন পড়ুয়াদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা হাসপাতালের অজানাকে জানার ক্লাস নিলেন

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর-বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও জুনিয়ার হাই স্কুলের ৩৬ জন ছাত্র ছাত্রীদের অভিনব উপায়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা হাসপাতাল সম্পর্কে সম্যক ধারণা দিতে হাসপাতালের

বিভিন্ন কক্ষে রীতিমত ক্লাস নিলেন। সরকারি নির্দেশের পরিপ্রেক্ষিতে ডালিমগাঁও জুনিয়ার হাই স্কুলের ৩৬জন ছাত্র ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের টিচার ইনচার্জ তথা বিশিষ্ট ক্রীড়া শিক্ষক দীপক গুহ ছাত্র ছাত্রীদের নিয়ে কালিয়াগঞ্জ এস জি হাসপাতালে গেলে এস জির সুপার ডাঃ প্রকাশ রায় অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সমস্ত হাসপাতাল ঘুরিয়ে দেখার ব্যবস্থা করেন।শুধু তাই নয় হাসপাতালের

বিভিন্ন বিভাগের চিকিৎসকরা তাদের সাধ্যমত ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিভাগের কাজকর্ম সম্পর্কে তাদের অবহিত করেন। জানা যায় বিদ্যালয়ের পড়ুয়ারা যাতে নিজ নিজ

 

এলাকার হাসপাতাল সম্পর্কে একটা ধারণা নিতে পারে সেই ব্যাপারে রাজ্য সরকার”এক্সপোসার ভিজিট”নামে এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা হাসপাতাল সম্পর্কে অবহিত হতে পারে তারই একটি মাধ্যম।ডালিম গাঁও জুনিয়ার বিদ্যালয়ের টিচার ইনচার্জ দীপক গুহ বলেন আজকে যে উদ্দ্যোগ নিয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ প্রকাশ রায়

এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ ও নার্স দিদিরা যে উৎসাহ নিয়ে আমার বিদ্যালয়ের পড়ুয়াদের কালিয়াগঞ্জ হাসপাতাল সম্পর্কে যে ভাবে ক্লাস নিয়ে তাদের অবহিত করেছে তা এক কথায় অসাধারন ঘটনা।সুপার প্রকাশ রায়,বিভিন্ন চিকিৎসকগণ এবং হাসপাতালের নার্স দিদিদের সুন্দর ব্যবহারের সাথে তারা পড়ুয়াদের যে ভাবে বুঝিয়ে দিয়েছেন তার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের কুর্নিশ জানাই,জানাই অজস্র অভিনন্দন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *