পরিবহন দপ্তরের উদ্যোগে এই বিশেষ শিবিরের আয়োজন হেমতাবাদ ব্লকে
1 min readপরিবহন দপ্তরের উদ্যোগে এই বিশেষ শিবিরের আয়োজন হেমতাবাদ ব্লকে
তন্ময় দাস, উত্তর দিনাজপুরঃ রাজ্যের পরিবহন দপ্তরের বিভিন্ন পরিষেবা এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দিতে হেমতাবাদ ব্লক অফিসে ড্রাইভিং লাইসেন্সের আবেদন উত্তর দিনাজপুর জেলার প্রশাসন।
গত কাল ও আজ চলে মোট ১০০ জনের বেশি আবেদন করেছে, সবাই কে সাথে সাথে প্রাথমিক কাগজ পত্র দিয়ে দেওয়া হচ্ছে কিছু দিন পরে পরীক্ষার ও টেস্ট হবে তার পরে লাইসেন্স তুলে দেওয়া হবে। হেমতাবাদ ব্লক অফিসে এই বিশেষ শিবির হওয়ার ফলে অনেকেই উপকৃত,আধিকারিক কুন্তল জানা জানান গত কাল থেকে এই শিবির শুরু হয়েছে,যানবাহন চলার জন্য লাইসেন্স প্রত্যেকের রাখা দরকার এই ভাবে প্রতিটি ব্লকে শিবির করা হবে যে সকল দুই ও চার চাকা চালকেরা এখনো ড্রাইভিং লাইসেন্স করেনি তাদের সুবিধার জন্যই পরিবহন দপ্তরের উদ্যোগে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।আবেদন পত্র জমা দেওয়ার এক মাস পর ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।