October 23, 2024

বিদ্যালয়ের আর্থিক দুর্নীতি নিয়ে চার দফা দাবি সম্বলিত প্রধান শিক্ষকের নিকট অভিভাবকদের ডেপুটেশনে-

1 min read

বিদ্যালয়ের আর্থিক দুর্নীতি নিয়ে চার দফা দাবি সম্বলিত প্রধান শিক্ষকের নিকট অভিভাবকদের ডেপুটেশনে-

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ দেবীনগর কৈলাশ চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের অভিভাবকগন বিদ্যালয়ের আর্থিক দূর্নীতি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন।

ডেপুটেশনকারীরা প্রধান শিক্ষকের কাছে জানতে চান সরকার যেখানে ২০১১সলের ১৪ই ফেব্রুয়ারী নির্দেশে বলা আছে একটি স্কুল একজন ছাত্র ছাত্রীরা কাছ থেকে সর্বোচ্চ ২৪০টাকা পর্যন্ত ফি নিতে পারে।কিন্তু দেবীনগর কৈলাশ চন্দ্র রাধারানী বিদ্যাপীঠ সরকারি নির্দেশকে উপেক্ষা করে

সেখানে একজন ছাত্র ছাত্রীর কাছ থেকে ,৫৩০ টাকা থেকে ৬৪০ টাকা পর্যন্ত অধিক ফি নিচ্ছে কার নির্দেশে?দরিদ্র ঘরের পড়ুয়াদের উপর এত টাকার বাড়তি চাপ কার স্বার্থে দেওয়া হচ্ছে।দ্বিতীয়ত বিদ্যালয়ের অনুপস্থিত ছাত্র ছাত্রীদের কাছ থেকে কার নির্দেশে ফাইন নেওয়া হচ্ছে শিক্ষা দপ্তরের কার নির্দেশে জানাতে হবে।তৃতীয়ত বিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার উন্নয়ন মূলক কাজ হলেও কোন টেন্ডার ছাড়া কি ভাবে হচ্ছে এবং তা কার নির্দেশে?অভিভাবকদের আরো প্রশ্ন কি ভাবে বিদ্যালযের ব্যাঙ্ক একাউন্ট থেকে বিদ্যালয়ের যেকোন শিক্ষদের স্বাক্ষরে একাউন্ট থেকে টাকা তোলা হচ্ছে কোন নিয়ম শৃঙ্খলা না মেনেই।অভিভাবকদের দাবি অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যালয়ের আর্থিক দূর্ণীতিগুলি সবার সামনে প্রকাশ করা হোক।এই প্রসঙ্গে বিদ্যালয়ের অভিভাবকগণ জানান সমস্ত ঘটনাগুলি তারা জেলা বিদ্যালয়ের পরিদর্শককে জানিয়েছেন বলে জানান।অবিলম্বে এর প্রতিকার না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন প্রধান শিক্ষককে।বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষিকা স্মারকলিপিটি গ্রহণ করেন বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *