December 21, 2024

দুই দিনব্যাপি রায়গঞ্জ মহকুমা ভিত্তিক শীতকালীন বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হল জিনগাঁও টি এন বিদ্যালয়ে

1 min read

দুই দিনব্যাপি রায়গঞ্জ মহকুমা ভিত্তিক শীতকালীন বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হল জিনগাঁও টি এন বিদ্যালয়ে

-তপন চক্রবর্তী--কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)–শুক্রবার রায়গঞ্জ মহকুমা স্কুল কাউন্সিল ফর গেমস এন্ড স্পোর্টসের উদ্দ্যোগে এবং কালিয়াগঞ্জ ব্লকের জিনগাঁও টি এন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী রায়গঞ্জ মহকুমা ভিত্তিক শীতকাল বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার আসর বসে জিনগাঁও টি এন উচ্চ বিদ্যালয়ের মাঠে।ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম কুমার ঘোঘ কর্তৃক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত

অবসর প্রাপ্ত প্রবীণ শিক্ষক কালি রঞ্জন চৌধরী।শান্তির দূত সাদা পায়রার সাথে রঙবেরঙের বেলুন উড়িয়ে অংশগ্রহনকারী খেলোয়াড়দের অভিবাদন গ্রহণ করবার পর শুরু হয় প্রতিযোগিতামূলক খেলার আসর। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন,কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,উপ-পৌরপিতা বসন্ত রায়,সমাজসেবী নিতাই বৈশ্য,জিনগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিরুদ্দিন আহম্মেদ,রায়গঞ্জ মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক অমল দাস,জেলা বিদ্যালয় ক্রীড়া কাউন্সিলের সম্পাদক প্রবীর গুহ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগন।মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক অমল দাস।বলেন রায়গঞ্জ মহকুমার ৯০টি বিদ্যালয়ের মোট ৩৫০ জন ছাত্র ছাত্রী বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় বিদ্যালয়ের হয়ে যেমন অংশ গ্রহন করবে তেমনি ব্যক্তিগত বিভাগেও অংশ নেবে।উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক প্রবীর গুহ বলেন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের জিনগাঁও টি এন বিদ্যালযে এই মহকুমা ভিত্তিক দুই দিনের খেলাকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *