সাংস্কৃতিক সন্ধ্যায় ত্রিতালের তিন লোকশিল্পী
1 min readসাংস্কৃতিক সন্ধ্যায় ত্রিতালের তিন লোকশিল্পী
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর-মঙ্গলবার সন্ধ্যায় উত্তরবঙ্গ উৎসবে কালিয়াগঞ্জের তরঙ্গপুরে সাংস্কৃতিক মঞ্চে রায়গঞ্জের প্রতিষ্ঠিত সঙ্গীত-নৃত্য-আবৃত্তি সংস্থা “ত্রিতালের”তিন লোকশিল্পী বিভিন্ন আঙ্গিকের লোকসঙ্গীত পরিবেশন করে উপস্থিত কয়েক হাজার সংস্কৃতিপ্রেমী দর্শকদের অনেকটা সময়ের জন্য মন্ত্রমুগ্ধ করে রাখেন।
সংস্থার কর্নধার পিয়া সরকার সাহা বলেন সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তাদের নিয়মিত প্রয়াস চলতেই থাকবে।সংস্থার অপর দুই লোক শিল্পী মোহনা চন্দ এবং মৌমিতা ঠাকুর বলেন কালিয়াগঞ্জের তরঙ্গপুরে উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠানে র উপস্থিত স্রোতাদের অভিনন্দন জানিয়ে বলেন সাধারণ মানুশেরা লোক সঙ্গীতকে যে কত ভালো বাসে তরঙ্গপুরের উত্তরবঙ্গ উৎসবে র দর্শক দেখলেই বোঝা যায়।তরঙ্গপুরের উত্তরবঙ্গ উৎসবের কর্মকর্তাগণ প্রত্যেকেই তিন শিল্পীর লোকসঙ্গীতের ভূয়সী প্রশংসা করেন।বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ, উর্দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার। কালিয়াগঞ্জ পৌর সভার উপ-পৌরপিতা বসন্ত রায় ,মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তী, সুদীপ ভট্টাচার্য্য, হিরন্ময় সরকার সহ বিশিষ্ট ব্যক্তিগণ।