বিকাশ সাহা এবং গৌরী সাহার প্রযোজনায় প্রথমবার মার্কেটে রিলিজ হলো স্টারলাইট টেবিল ক্যালেন্ডার ২০২০
1 min readবিকাশ সাহা এবং গৌরী সাহার প্রযোজনায় প্রথমবার মার্কেটে রিলিজ হলো স্টারলাইট টেবিল ক্যালেন্ডার ২০২০
বিকাশ সাহা এবং গৌরী সাহার প্রযোজনায় প্রথমবার মার্কেটে রিলিজ হলো স্টারলাইট টেবিল ক্যালেন্ডার ২০২০ । এটি একটি শুধু টেবিল ক্যালেন্ডার বললে ভুল বলা হবে এটি হলো ঘর সাজাবার একটি সৌখিন জিনিস যা সকলের মন কাড়ার মতো একটি আকর্ষণীয় জিনিস।
কালেন্ডার রিলিজ হবার পাশাপাশি পায়েল জানায় যে , তার পাশে যদি তার হবু বর সহেল সাহা যদি না থাকতো তাহলে কখনোই এটা সম্ভব হতো না। সহেল সাহা খুবই আশাবাদী যে এটি সারা বাংলায় ম্যাগাজিনের থেকেও সাড়া ফেলবে। বলতেই হবে সহেল এবং
পায়েল দুজনকেই একই সূত্রে রাজপুত্র , রাজকন্যার মতো লাগছিলো। ক্যালেন্ডার বুকিং র জন্য যোগাযোগ করুন : 9163093494বর্তমানের কথার পক্ষ থেকে স্টারলাইট র জন্য রইল অনেক শুভেচ্ছা। ওদের আগামী জীবন সুখময় হোক।