শিশু কিশোর নাট্য কর্মশালার ফসল “কারু”
1 min readশিশু কিশোর নাট্য কর্মশালার ফসল “কারু”
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ–কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার উদ্দ্যোগে ছয় মাস ব্যাপী শিশু কিশোর নাট্য কর্মশালার অন্তিম লগ্নে কর্মশালার শিক্ষার্থীরা মঞ্চস্থ করলো অয়ন জোয়ারদার রচিত ও নির্দেশিত নাটক “কারু”। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে বিচিত্রা নাট্য সংস্থার উদ্দ্যোগে
স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে নাটকের প্ৰতি নুতন প্রজন্মদের উৎসাহ বাড়াতে কালিয়াগঞ্জের বিচিত্রা নাট্য সংস্থার এক দুঃসাহসিক পদক্ষেপ বলা যায়।গত বুধবার কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতনে ছয়মাস ব্যাপী নাট্য কর্মশালা শেষে মঞ্চস্থ হল ” কারু”।বুধবার এই নাটকের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেববর্মা।ঐ দিন “কারু” নাটকের
রচয়িতা ও নির্দেশক অয়ন জোয়াদ্বার কারু নাটকের কর্মশালার প্রশিক্ষক(মূকাভিনয়) সব্যসাচী দত্ত এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা নাট্য প্রশিক্ষক সুরজিৎ ঘোষকে বিচিত্রা নাট্য সংস্থার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। “কারু’নাটকের মূল কাহিনী স্কুল যাবার পথে মাঠে দাঁড়িয়ে থাকা কাক তাড়ুয়া
একটি স্কুলে যাওয়া কিশোরীর বন্ধু হয়ে যায়।বাচা মেয়ে টসর সাইকেলের পেছনে বেঁধে কাক তাড়ুয়াকে বিদ্যালয়ে পড়াশোনা শিখাবার জন্য নিয়ে গেলে সবাই অবাক হয়ে যায়।কাকতাড়ুয়া কি করে পড়াশোনা শিখতে পারে? কিন্তু বাচ্চা মেয়েটি মানুষ গড়ার লক্ষ্যে কারু কে বিদ্যালয়ে নিয়ে যেতে তাকে মানুষ গড়ার লক্ষ্যে অবিচল।কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার সম্পাদক তথা নাট্য ব্যক্তিত্ব অরিন্দম ঘোষ বলেন এই অভিনব
মজার নাটকে মোট ৩৫জন যে সমস্ত শিশু শিল্পীরা অংশগ্রহণ করেছে তারা হল অনিন্দিতা, অন্ন্ময়, দেবলীনা সৃজিতা,অন্বেষা,শুভদীপ, মেঘা,প্রত্যূশা,অংশুময়,অনিমেষ,অনুভব,ঈশান,বিপ্রতিম, হিরন্ময়,সৌম্যদ্বীপ, সুমিত,রিয়া,কেয়া,পারমিতা, সঞ্চারী, চয়ন,হৈমন্তী, মোহর,সায়নিকা,শুভশ্রী অর্ক প্রিয়, ঋতময়, সুজিৎ,সায়ন, আবির,আরমান,উজ্বল,ঐ শিক এবং দীপশিখা।কালিয়াগঞ্জের বিচিত্রা নাট্য সংস্থার উদ্দ্যোগে শিশু কিশোর কর্মশালা ভিত্তিক নাটক দেখে দর্শকপূর্ন নজমু প্রেক্ষাগৃহের সবাই একবাক্যে বলতে থাকে শিশু কিশোররা যদি সঠিকভাবে প্রশিক্ষণ পায় তাহলে তারাও আসাধ্যসাধন ঘটিয়ে দিতে পারে।যা কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার শিশু কিশোর নাট্য কর্মশালার খুদেরা দেখিয়ে দিল।