October 23, 2024

হেমতাবাদে আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক

1 min read

হেমতাবাদে আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর) –শুক্রবার হেমতাবাদে আয়োজিত হল ২৫তম জেলাস্তরীয় আদিবাসী ভাষায় একাংক নাটক প্রতিযোগীতা। এদিন সকাল ১১ টায় হেমতাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মঞ্চে এই নাটক প্রতিযোগীতার সুচনা করেন জেলা সভাধিপতি কবিতা বর্মন।

উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ পম্পা পাল, জেলাশাসক দপ্তরের ডেপুটি ম্যাজিষ্ট্রেট বৈদ্যনাথ হেমব্রম, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়, বিডিও পৃথ্বীশ দাস, কর্মাধ্যক্ষ পিনাকি চ্যাটার্জী প্রমুখ।এই আদিবাসী নাটক প্রতিযোগীতার উদ্যোক্তা জেলা অনগ্রসর সম্প্রদায় কল্যান বিভাগ। এদিন হেমতাবাদ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের সহযোগীতায় এই নাটক প্রতিযোগীতায় ৬ টি দল অংশ নিয়েছিল বলে জানা গেছে। এই নাটকের মঞ্চে ছিল রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের কথা।আদিবাসী নাটককে ঘিরে হেমতাবাদে যেমন ছিল সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তেমনি আদিবাসীদের মধ্যেও ছিল উন্মাদনা ও আনন্দ উল্লাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *