তন্ময় দাস, বর্তমানের কথা, রায়গঞ্জঃ রায়গঞ্জে কর্নোজোড়ায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্তরে। এই ঘটনায় রোগী ও রোগীর পরিবার আতঙ্কিত হয়ে পরে। খবর দেওয়া হয় দমকল দপ্তরে এবং কর্নোজোড়া থানার পুলিশকে। খবর পাওয়া মাত্রই ছুটে আসেন দমকলের আধিকারিকরা এবং কর্নোজোড়া ফাড়ির বিশাল পুলিশ। দমকলের একটি ইঞ্জিনের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পুর্নভাবে নেভানো সম্ভব হয়। হাসপাতালের ক্যান্টিনের গ্যাস লিক করে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান করছে দমকলবাহিনী ।দমকলবাহিনীর অনুমান পাশে প্লাইউডের দেওয়াল থাকায়আগুন দ্রুত ছড়িয়ে পরে। গোটা ঘটনার তদন্তে নেমেছে কর্নোজোড়া ফাড়ির পুলিশ।