October 26, 2024

পঞ্চায়েত সমিতির প্রাথী তরুন রাজনিতিবিদ তৃনমূল কংগ্রেসের শাহনেওয়াজ আলি বিপুল ভোটে জয়ী হতে চলছে

1 min read

তন্ময় চক্রবত্তী ঃ- আমারা কারা তৃনমূল, দিকে দিকে তৃনমূল,  জিতবে কারা তৃনমূল, সামনে কারা তৃনমূল তৃনমুলের এক কর্মি 
ইয়াসিন আলির স্লোগান কে  সামনে রেখে প্রচারে ঝড় তুলে মানুষের মন জয় করে নিলেন উত্তর দিনাজপুর জেলার হেমাতাবাদের নং আসনের এবারের পঞ্চায়েত সমিতির প্রাথী তরুন রাজনিতিবিদ তৃনমূল কংগ্রেসের শাহনেওয়াজ আলি

                       
সঙ্গে ছিলেন রহেনা খাতুন অনন্তকোটার সংসদের গ্রামপঞ্চায়েতের এবারের প্রাথী

প্রচন্ড 
রোদ কে উপেক্ষা করে রাজ্যের মূখ্যমন্ত্রীর 
উন্নয়নের 
জোয়ার 
কে 
ফিরিস্তি বানিয়ে যখন তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন তখন অনেক মানুষ কেই শোনা যায় বলতে যে তারা সব কিছুই জানে আর তাকে নতুন করে বলতে হবে না রাজ্যের মূখ্যমন্ত্রীর উন্নয়নের 
কথা

ইতিমধ্যে তারা সুবিধা পাচ্ছেন সেই প্রকল্প গুলির কেউ কেউ আবার  বলছেন এবারের সব ভোট দিদির দল ছাড়া অন্য কাউকে দিয়ে নষ্ট করব 
না উন্নয়ন তো দিদিই করছে রাজ্যের প্রত্যন্ত কোনায় কোনায় 

তাই এখানকার সব ভোট দিদির দল পাবে তারা চায় উন্নয়ন অনেক গ্রামবাসীকেকে আবার বলতে শোনা যায় তাদের গ্রামে রাস্তা ঘাট 
এর খুব খারাব অবস্থা কিন্তু বিগত দিনে এখানে যে সিপিআইএম এর নিবাচিত  হয়েছিল 
সে কোন কাজ করে নিগত পাচ বছরে সে শুধু নিজেকেই নিয়ে ব্যাস্ত ছিলতাই আর তারা ভুল 
করবে না 

আজ সারা দিন 
তৃনমূল কমি সমথকদের সঙ্গে নিয়ে শাহনেওয়াজ আলি দক্ষিন অনন্তকোটা,উত্তর অনন্দকোটা, বাজিতপুর, পাটইর,বিধিসল, কৃষ্নবাটি,রামপুর,রতিবাটি গ্রামে যান পায়ে হেটে হেটে

সব জায়গায় দেখা গেল সাধারণ মানুষের ভিষন উৎসাহ দিদির দলের প্রাথী কে দেখার জন্যযেন মনে হচ্ছে গ্রাম উন্নয়নের কান্ডারী গ্রামে প্রবেশ করেছে, কেউ বলছে আমাদের গ্রামের ছেলে,কেউ বা আবার বলছে ভুমিপুত্র

গ্রামের মেঠো পথ ধরে কখনো আল বেয়ে বা
আবার কখনো   ভুট্টার খেত এর সামনে দিয়ে ভুমিপুত্র প্রবেশ করছে এই বাড়ি থেকে বাড়ি যেন মনে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের বাতা নিয়ে রানার হয়ে মানুষের মাঝে পৌচ্ছে গেছেন 

আট থেকে আশি সব  
মানুষের বাড়ি গিয়ে সকলের ভালোবাসা 
তিনি কুড়ালেন কাউকে  মাসিমা কাউকে  দিদিমা কাউকে  বৌদি কেউকে কাকু, দাদা ভাই বলে

তিনি যখন প্রচারে ছুটছেন তখন  তার সামনে পিছনে কমিদের উৎসাহ দেখে মনে হল যেন গ্রামে উৎসবের মেজাজ চলছেএক সাক্ষাৎকারে শাহনেওয়াজ আলি বলেন,তিনি ছাত্র আন্দোলনের থেকে রাজনিতির সাথে যুক্ত থাকায় সুবাদে  এবারে প্রাথী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দল 
তৃনমূল কংগ্রেসের হয়ে জোরাফুল চিহ্নেতিনি আরো বলেন মানুষ 
যে ভাবে তাকে চাইছে তাতে তিনি মনে করছেন তিনি জয়ী হয়ে গেছেন

এবারের নিবাচনে তার প্রতিদন্ধি যারাই থাকুক না কেন তার কাছে তারা কোন ফ্যাক্টার না কারন রাজ্যের উন্নয়নে যে ভাবে দিকে দিকে হয়েছে যে সমস্ত সরকারি প্রকল্প গুলি রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের কল্যানে নিয়েছেন তাতে তাকে আর কোন কিছুই 
বলতে হছে না  

তাই তার জয় এখন শুধু সময়ের অপেক্ষা হলেও এখন তিনি বিজয়ী হয়ে গেছে মানুষের ভালোবাসা সে ব্যাপারে নিশ্চিত বলা যেতেই পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *