December 23, 2024

একদিকে অসহনীয় দাবদাহের জ্বালা অন্যদিকে মাঝে মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট তালপাতার পাখাই এখন বিপদের বন্ধু

1 min read

একদিকে অসহনীয় দাবদাহের জ্বালা অন্যদিকে মাঝে মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট তালপাতার পাখাই এখন বিপদের বন্ধু

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ মে:একদিকে জ্যৈষ্ঠের অসহনীয় দাব দাহের জ্বালা অন্যদিকে কালিয়াগঞ্জ শহরে মাঝে মধ্যেই সাত সকাল থেকে বিদ্যুৎ বিভ্রাট দুইয়ে মিলে বেশ কয়েকদিন থেকে সাধারন মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছে।ঘরে বাইরে কোথাও নেই শান্তি।সাধারন মানুষ একটু শস্তি পাবার জন্য তাল পাতার হাত পাখার খোঁজে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজারে সাধারন ব্যস্ত হয়ে পরেছে।বাজারে বিভিন্ন স্থান থেকে তালপাতার পাখা এলেও গরমের দাপটে নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে।

চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্র গঞ্জ বাজারের তরুলতা স্টেশনার্সের মালিক দিলীপ সাহা এক প্রশ্নের উত্তরে বলেন বিগত বছরের তুলনায় এবারের গরম অনেক বেশি।তার মধ্যে লোডশেডিং মানুষের জীবনে নামিয়ে এনেছে দুর্বিসহ অস্বস্তি।তাই দুর্বিসহ গরম থেকে সাময়িক একটু শান্তি পেতে তালপাতার পাখা ক্রয় করবার জন্য আমার দোকানে আসছে। এক প্রশ্নের উত্তরে দোকানদার দিলীপ সাহা বলেন প্রতিটি তালপাতার পাখা কোনটি ২৫ টাকা আবার কোনটি ৩০ টাকায় বিক্রি করছি।তিনি বলেন প্রতিটি পাখায় ৫ টাকা লাভ রেখে বিক্রি করছি।ফলে ব্যাপক হারে তালপাতার পাখা বিক্রি চলছে।দিলীপ বাবু বলেন আমাদের উত্তর দিনাজপুর জেলায় এই মুহূর্তে বর ধরনের বৃষ্টি হবার খুবই প্রয়োজন।বৃষ্টি হলে এই অসহ্য গরমের হাত থেকে মানুষ রেহাই পেতে পারে।অন্যথায় মানুষের জীবনে এই অসহ্য গরমের কারনে আসতে পারে নানান ধরনের অসুখ বিশুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *