নারদ জয়ন্তী উপলক্ষ্যে নারদ কলা কেন্দ্রের উদ্যোগে সাংবাদিকদের সম্বর্ধনা
1 min readনারদ জয়ন্তী উপলক্ষ্যে নারদ কলা কেন্দ্রের উদ্যোগে সাংবাদিকদের সম্বর্ধনা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,শুক্রবার নারদ জন্ম জয়ন্তী উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শেঠ কলোনি প্রাথমিক বিদ্যালযে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সমস্ত স্তরের সাংবাদিকদের একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধিত করা হয়।বিশ্বসংবাদ কেন্দ্রের পরিচালনায় দেবর্ষি নারদ জন্ম জয়ন্তী অনুষ্ঠানের সূচনা হয় শ্রীমতী অনিন্দিতা স্বরের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে।অনুষ্ঠানে দেবর্ষি নারদের প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানোর সাংবাদিকদের সম্বর্ধনা জ্ঞাপন পর্ব শুরু হয়
।১জন মহিলা সাংবাদিক সহ মোট ১০ জন সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে উপহার দিয়ে সম্বর্ধনা জানান দেবর্ষি নারদ জন্ম জয়ন্তীর তামস রঞ্জন ব্যানার্জী,কমল শীল,বিশ্বজিৎ মহন্ত।অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন অপূর্ব দাস এবং মুল বক্তব্য রাখেন বিশ্ব সংবাদ কেন্দ্রের প্রান্ত প্রমুখ পিন্টু সান্যাল। তিনি সাংবাদিকদের স্রষ্টা দেবর্ষি নারদের সময় থেকে বর্তমান কালের সাংবাদিকদের তথা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দায় দায়িত্ব ও তাদের ভূমিকা যথার্থ ভাবে তুলে ধরেন তার বক্তব্যে।সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন উত্তম মহন্ত।