October 27, 2024

পার করে গা মুরালী গছের 51 ফুটের বাবা ভোলানাথ

1 min read
সুবল গোপ বিধান নগর  19 জুলাইঃ31 নং জাতীয়  সরকের শিলিগুরি গামী  বাসে যেতে সোনাপুর  পার  হলেই মহাননদা নদী। নদী উপরে বর পাকা  সেতু।  এই সেতুই  হল উওর দিনাজপুর জেলার উওরের শেষ সীমানা। নদীর ওপারে দাজিলিং জেলা শুরু।  এই দুই জেলার সীমানার মাঝে দারিয়ে  আছে একটি 51 ফুট উচ্চ তার শিব ঠাকুরের মুতি। যা দেখলে যে কোন  হিন্দু ধরমীয়  মানুষের ভক্তি আসবেই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  তাই সকল যাএীই এই যায়গাটির  সংগে পরিচিত  বলে যানা  যায়। যে যায়গাটির  নাম মুরালী  গছ। এর  পাশেই আছে শ্মশান ঘাট  ও মন্দির। তার পাস থেকে শুরু বিহার রাজ্য। এক কথা যায়গাটি দুই জেলা ও দুই রাজ্য র মিলন খেএ। এই মিলন খেএ ঘেসে  আছে বিধাননগর। যা আনারসের জন্য বিখাত। যেখান  থেকে আনারস পারি দেয় দেশের কোনায় কোনায়। আর ভিন রাজ্য থেকে আসা যাএী দের যায়গা  চেনা য় মুরালী গছের 51 ফুটের বাবা ভো

লানাথ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *