January 9, 2025

ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল

1 min read

 ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে রবিবার রাতে ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল। সাক্ষাতের পর এই দুই নেতৃত্ব আলাদা আলাদা সংবাদমাধ্যমের সাথে কথা বলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়া লাল আগরওয়াল সাংগঠনিক আলোচনার হয়েছে বলে জানালেও তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী নিজের দাবিতেই অনড় থাকলেন।

 

করিম চৌধুরী জানিয়েছেন, “তিনি কানাইয়াকে বলেছেন ছয় মাসের জন্য বর্তমান ব্লক সভাপতি জাকির হুসেনকে দল থেকে সাসপেন্ড করতে হবে। ফের জাকির হুসেনকে সন্ত্রাসবাদী বলে কানাইয়াকে জানিয়েছেন দলের লোক অপরাধ করে শাস্তি দিতে হবে। এছাড়া তিনি বিধায়ক সংগঠনটা তাঁর উপরে ছেড়ে দিতে বলেন করিম চৌধুরী।” সবমিলিয়ে অভিষেকের নির্দেশে মান ভাঙাতে কানাইয়া-করিম সাক্ষাৎ ঘটলেও অভিমানের পারদ আদৌ কি গললো। ইসলামপুরের শাসকদল তৃণমূল শিবিরে এটাই বড় প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..