হাম ও রুবেলা টিকা করনে রাজ্যে প্রথম উত্তর দিনাজপুর জেলা
1 min readহাম ও রুবেলা টিকা করনে রাজ্যে প্রথম উত্তর দিনাজপুর জেলা
তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর হাতে এখনো বাকি একদিন। হাম রুবেলা টিকা উত্তর দিনাজপুরে লক্ষ মাত্রা ছুঁয়ে পার হয়ে গেল। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর দিনাজপুরে হাম রুবেলা র ১০০ শতাংশ পেরিয়ে 104 শতাংশ পৌঁছালো। যা গোটা রাজ্যের মধ্যে উত্তর দিনাজপুর শীর্ষস্থানে। দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে উত্তর দিনাজপুরে নয় মাসের শিশু থেকে 15 বছর পর্যন্ত ছেলে-মেয়ের এই টিকাকরণ শুরু হয় গত ৯ জানুয়ারি থেকে। তা শেষ হওয়ার কথা আগামী ১১ই ফেব্রুয়ারি। উত্তর দিনাজপুরে লক্ষ্যমাত্রা ছিল 8 লক্ষ 86 হাজার 651 জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এখন যারা টিকা দেওয়ার যোগ্য তাদেরই দেওয়া হচ্ছে। সেই সঙ্গে কালিয়াগঞ্জ পৌরসভা ডালখোলা এবং ইসলামপুর ও রায়গঞ্জ পৌরসভা লক্ষ্যমাত্রা পূরণ হয়। চারটি পৌরসভায় বাড়তি জোর দেওয়া হচ্ছে। শহরের কিছু জায়গায় যে টীকাকরণে অনীহা রয়েছে স্বীকার করেছেন জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা বলেন বিভিন্ন পুরো এলাকায় যেসব জায়গা ফাঁকা আছে সেগুলো চিহ্নিত করে বাড়তি জোর দেওয়া হয়েছে।। উত্তর দিনাজপুর জেলা টিকাকরণের শীর্ষে। বড় সাফল্য। এই সাফল্য টিম ওয়ার্কের মাধ্যমে মিলেছে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে ১০০ শতাংশ পূরণ হয়েছে। এইসব এলাকাগুলো টিকাকরণে অনেকেরই অনিহা কাজ করে । বিভিন্ন ব্লক স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার বিশিষ্ট মানুষ এবং ইমাম দের সহযোগিতা নেওয়া হয়। জেলা প্রশাসনের নির্দেশে স্কুল মাদ্রাসা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রধান শিক্ষকদের যুক্ত করা হয়। বিশিষ্ট মানুষদের সহযোগিতায় টিকার ঘাটতির জায়গাগুলো অনেকটাই সরল হয়ে গিয়েছে। স্বাস্থ্য কর্মীরাও নিয়মিত দেখভাল করছেন। কলকাতা সহ অন্যান্য জেলা গুলোকে টপকে শীর্ষে পৌঁছানো গিয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর হাম এবং রুবেলা দুটি রোগ থেকে শিশুদের সুরক্ষা দিতে ২০১৮ সাল থেকে এই টিকাকরণ চালু হয়েছে। ভাইরাস ঘটিত দুটি রোগী অতি সংক্রামক। যেকোনো বয়সে হতে পারে। শিশুদের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। এখনো উত্তর দিনাজপুরে ৬ জন শিশুর রুবেলা আক্রান্তের খবর মিলেছে।তবে সবাই সুস্থ রয়েছেন। উত্তর দিনাজপুর জেলার মুখা স্বাস্থ্য আধিকারিক পুরন কুমার শর্মা বলেন।রায়গঞ্জ ইউনিট লক্ষ মাত্রা পুরন করেছে১০৪ পার্সেন্ট, ইটাহার ১০০,কালিয়াগঞ্জ ৯৯,হেমটাবাদ ৯৭,করনদীঘি ৯৮,চাকুলিয়া ১০৭,লোধন ১১০,ইসলামপুর ১০৮,চোপড়া ১১০ রায়গঞ্জ পৌর সভা ১০১,কালিয়াগঞ্জ পৌর সভা ৯৫, ডালখোলা ১১২ এবং ইসলামপুর পৌর সভা শতকরা ৯৭ ভাগ লক্ষ মাত্রা পুরন করেছে।
бесплатный секс чат онлайн Click Here:👉 https://rt.beautygocams.com/
мелбет промокод при регистрации Click Here:👉 https://caravela.coffee/pages/promokod_melbet_pri_registracii_na_pervuy_depozit.html