October 25, 2024

ভারত সরকারের উদ্যোগে ইটাহারে মারনাই গ্রামে জৈব সারের ব্যাবহারের উপর সচেতনতা শিবির_

1 min read

ভারত সরকারের উদ্যোগে ইটাহারে মারনাই গ্রামে জৈব সারের ব্যাবহারের উপর সচেতনতা শিবির

উত্তর দিনাজপুর জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জৈব সার দিয়ে কৃষি কাজ করবার জন্য একদিনের একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় ইটাহার ব্লকের মারনাই গ্রামে। এদিনের শিবিরে জৈব সার দিয়ে চাষ আবাদ করার পরামর্শ দেন উত্তর দিনাজপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ ড: ধনঞ্জয় মন্ডল, তিনি বলেন রাসায়নিক সারের ব্যাবহারের চাষীদের জমি তাদের অজান্তে অনুর্বর হয়ে গেলেও তারা বুঝতে পারছেনা।তাই সময় থাকতে চাষীদের জমি ও চাষবাস সম্পর্কে সচেতন হতে হবে।

চাষীদের রাসায়নিক সারের পরিমাণ ধীরে ধীরে কমিয়ে জৈব সারের প্রতি তাদের উৎসাহ বাড়িয়ে তুলতে হবে। তুলনামূলকভাবে কমিয়ে দিতে হবে রাসায়নিক সারের পরিমাণ।এইভাবেই জৈব সারের ব্যাবহার বাড়িয়ে তুলতে হবে চাষীদের নিজেদের স্বার্থেই কথা বিবেচনা করে।তিনি বলেন রাসায়নিক স্যারের পরিমাণ দ্রুত কমিয়ে এনে তার পরিবর্তে জৈব সার ব্যাবহার করলে চাষীদের মূলত লাভ ছাড়া ক্ষতি হবেনা বলেই তিনি মনে করেন। ইটাহার ব্লকের মারনাই এলাকার বেশ কিছু বিশিষ্ট কৃষক ছাড়াও উপস্থিত ছিলেন অক্ষয় পাল আসরাফুল আলম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।

1 thought on “ভারত সরকারের উদ্যোগে ইটাহারে মারনাই গ্রামে জৈব সারের ব্যাবহারের উপর সচেতনতা শিবির_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *