January 9, 2025

“কেন্দ্র যে প্রকল্প বন্ধ করবে রাজ্য তা চালু করবে”মন্তব্য করেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী

1 min read

“কেন্দ্র যে প্রকল্প বন্ধ করবে রাজ্য তা চালু করবে”মন্তব্য করেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী

 

“কেন্দ্র যে প্রকল্প বন্ধ করবে রাজ্য তা চালু করবে” গোয়ালপোখরের লোধন এলাকার এক কর্মীসভায় উপস্থিত হয়ে কেন্দ্রের মোদী সরকারকে আক্রমন করে এমনই মন্তব্য করেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী।

এছাড়াও মন্ত্রী রব্বানী বলেন, “আট হাজার কোটির প্লেন কেনা হয়, বুলেট ট্রেন পড়ে আছে সেখানে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স যায় না, শুধু বেঙ্গলকে বদনাম করতে বাংলায় পড়ে থাকে, বাংলাকে বদনাম করা এতো সহজ নয়, এটা সুভাষ বোসের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুলের বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আমরা ঐক্যশ্রী চালু করেছি, মেধাশ্রী চালু করেছি, কেন্দ্র সরকার যা বন্ধ করবে আমরা স্টেট ফান্ড থেকে সেটা চালু করব,

 

 

পশ্চিমবাংলায় কিছু বন্ধ হবে না” গোয়ালপোখরের লোধন এলাকায় এদিনের কর্মীসভা কংগ্রেস ছেড়ে তৃণমূলে শতাধিক মানুষের যোগদানে কার্যত জনসভায় পরিণত হয়। সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের সভায় উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, গোয়ালপোখরের ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত্য কর্মাধ্যক্ষ গোলাম রসুল, জেলা মহিলা নেত্রী পম্পা সরকার ছাড়াও বিভিন্ন স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন।

34 thoughts on ““কেন্দ্র যে প্রকল্প বন্ধ করবে রাজ্য তা চালু করবে”মন্তব্য করেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..